আমাদের কথা খুঁজে নিন

   

হারানোর ভয়



কিছু পাইলে তা হারানোর ভয় থাকে । যখন দেখি কাছে নেই কেদে বুক ভাসাতে ইচ্ছে হয় । মনে হয় এই বুঝি হারিয়ে গেল । ভালবাসা , ভাললাগায় এই বিরক্তি কর ফিলিংস হয় । 1) এক্স 100 ঃ আমার সেট ।

হঠাৎ করে দেখি নাই । মনে হয় হারায় গেল নাকি ? আসলে না ফাজিলটা আশেপাশেই কোথাও থাকে । 2) চাদনী রাত ঃ একে তো আমি অসম্ভব ভাবে পচ্ছন্দ করি । কিন্তু দেখা পাওয়া বড় ভার । 3) পচ্ছন্দের মানুষ ঃ এদের নিদিষ্ট সময় পাওয়া যায় না ।

কই থাকে আল্লাহ জানে । আজ এ কাজ তো কাল ওই কাজ । কারেন্ট নাই, লাইন নাই ,............................... আর কত বাহানা দিতে এরা ওস্তাদ । আর আমার বাবা যাকে আমি হারায় ফেলছি । যত কাদি কিছুই হয়না ফিরে আসেনা বাবা ।

আমায় মনেই করেনা । বাবার সাথে কথা হলে বলব তুমি এত তাড়াতাড়ি গেলা কেন ? আমি কাদি তাও তুমি এসে মাথায় হাত বুলিয়ে দেও না । সব ভালবাসার জিনিসই তো ফিরে পাই তোমায় কেন পাইনা । কোথায় আছ ? ছুটি নিয়ে আসতে পারনা ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।