আমাদের কথা খুঁজে নিন

   

কবিতায় অবগাহন

আমি এক যাযাবর বেশ কিছুদিন পর আবার হাজির হলাম দুটি কবিতা নিয়ে।কতটা সুখপাঠ্য হবে বলতে পারছিনা। প্রথম কবিতা: "হাতপাখা" আমায় একটা হাতপাখা দাও একটুকুনি বাতাস করি অসহ্য এই লোডশেডিংয়ে কীভাবে আর টিকতে পারি ! স্বপ্নগুলো এলোমেলো ঘুরে বেড়ায় দেশান্তরে সভ্যতার এই অসভ্যতা মানায় নাকি ঘরে ঘরে? সাধজাগে তাই মনের মতো দেশটাকে আবার গড়ি এখন একটা হাতপাখা চাই ঠান্ডা মাথা খুব জরুরী।। দ্বিতীয় কবিতা: "তবে তাই হোক" তবে তাই হোক: তোমাকে কখনো খুঁজবো না অশ্রু ছেনে দাগ কাটা অবিশ্রান্ত রাত্রীর শরীরে খুঁজবো না তোমাকে,লৌকিক আঁধার খুঁড়ে ভোরের উজ্জ্বলতা যদি মুছে যায় যাক- মৃত্যুহীন দুঃখদাবদাহে। সময়ের অশ্বখুরে আহত গোধূলি ঢলে পরে আমার মনের প্রান্তে, ভোরের বেদনাহত অন্ধকার স্পর্শ করে কেঁপে ওঠে বিস্মিত হ্রদয়, নিরুদ্দেশে দুনির্বার দুঃখ জ্বেলে প্রতিদ্বন্দি দুর্বারের সাথে বিষন্ন উঠোনে জমে ছায়ার শীতল নির্জনতা।। তবে তাই হোক-তোমাকে কখনো খুঁজবো না তোমার ইচ্ছের ফুলে আমার বসন্তের কবর দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।