আমাদের কথা খুঁজে নিন

   

বেঈমান ??!!!

প্রথম ব্লগ .।.।.।.। "বোধকরি শূকরের ডাক কখনও শুনো নাই ..." ফ্রুটিকার ভাব বাচ্যে সম্বিৎ ফিরিয়া পাইলাম । কহিলাম ," কদাচিৎ শুনিয়াছি বৈকি , তবে কিনা , প্রতিবারই ঘেন্নায় সর্বাঙ্গ রি রি করিয়া উঠিয়াছিল ! " ঃ তোমার শরীর বুঝি আর রি রি করে না ? ঃ তা নয় গো , এখনও ঘেন্নায় গা রি রি করে প্রায়ই ... ঃ সেটা কখন ? ঃ তৃতীয় বিশ্বে শূকরের হাঁকডাক দেখিয়া ঃ এই তৃতীয় বিশ্বখানা কি ? ঃ বিশ্ব হইল তিনখানা - বাস্তব বিশ্ব , কল্পনার বিশ্ব , চাপাবাজির বিশ্ব তথা ভার্চুয়াল বিশ্ব ঃ বুঝিলাম ঃ তুমি তো সবজান্তা ফ্রুটিকা , তুমি বুঝিবে না তো বুঝিবে কে ? তবে কিনা , ভেড়া কি করিয়া শূকরের হাঁক শিখিল ইহাও আমার নিকট এক মহাবিস্ময় ! ঃ ইহার জবাবও আমাকেই দিতে হইবে ? বেশ্যা বুদ্ধিজীবীর মুরিদ হইলে ওই গুন আপনিই আসিয়া যায় ... দাঁত কেলাইয়া আমিও ফতোয়া দিলাম , " শুকর হারাম , শূকরের হাঁক হারাম , বেশ্যা বুদ্ধিজীবীর সংসর্গও হারাম ... " ............ ফ্রুটিকার অট্টহাসি কানে বাজিতেছে ... আহা কি সুমধুর সে হাসি ... আমি যে উহার প্রেমে মজিয়া গেলাম ! প্রেমে মজিয়া শেষতক ফ্রুটিকা না লইয়া মোজো কিনিয়া বাড়ির পথ ধরিলাম ... !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.