আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটের কমার্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার দের অসামান্য কীর্তি

কী আশ্চর্য ! এখনো হৃৎপিণ্ড টা বেঁচে আছে! দেখুন তাদের বিদ্যানুরাগ - শিক্ষা কার্যক্রম নিরবিচ্ছিন্ন করার জন্য আকুল প্রয়াস আর এখন দেখুন তাদের অসামান্য কীর্তি - dual core processor অ্যা সার্ভিস ফর ওপেন চিপা ডোরওয়ে টু ব্রেক দ্য ঠ্যাঙ ( এটা দেখে যা ভেবেছি সে ভাবনাও censored ) ডিম খেতে পায় না রে কেউ , কে বলেছে ভাই এই দেখো না কত ডিমের গা মাড়িয়ে যাই If it;s real, then it's an epic (মোটা ভাই , খোদার কসম এইটা আমি ডিজাইন করি নাই , আমার সেটস্কয়ার আছে ) এইটা মনে হয় কমপ্ল্যান খাওয়া সিঁড়ি , কী আর এমন ভুল হয়েছে শুনি ? একটু বেঁকে চললেই হয় - আমিও টাকা গুণি সবই কইলাম দেখা যায় It was so close ! অ্যানাদার ডোরওয়ে টু ব্রেক দ্য ঠ্যাঙ, কিন্তু তাই বলে এমন দাগ কেন দেবে ??? ( ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকানোর ইমো হইপে ) কোন ভাবেই ব্যাখ্যা দিতে পারছি না - মাফ করেন যাদের ছোট বেলায় একটু লম্ফঝম্প - তিড়িং বিড়িং চিড়িং করে কর্ম সম্পাদনের অভ্যাস ছিল এটা তাদের জন্য আহা ! স্বর্গীয় -কার্টুনীয় - টমিয় অ্যান্ড জেরীয় !!! আমার মাথায়ই তো বনবন প্রশ্ন ঘুরছে । দেয়াল টা আটকানোর পর প্লাস্টার আর রঙ করলো কীভাবে ??? অ্যান এপিক ভ্যারেন্ডা উইথ রেললইন ( রেল লাইন টা কয়জন খেয়াল করছেন ?) আমার হোম(!) এ তোমার পোস্ট (!) It was so close again ! যারা নব্য আধুনিক বড়লোক - হাই কমোড ব্যবহার করতে পারেন না কিন্তু আধুনিকতার পরাকাষ্ঠায় ব্যবহার করতে চান এটা তাদের জন্য - কমার্স ডিপার্টমেন্টের বুদ্ধিই সেরা প্রয়োজনে যে টিস্যু এগিয়ে দিতে প্রস্তুত টয়লেট করিবার অধিকার তাহারই  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.