আমাদের কথা খুঁজে নিন

   

যে চিন্তা খুড়ে খায় দেশে দেহ বা অঙ্গ দান করতে গেলে

আমি একা তুমি একা অথচ দুজন পাশাপাশি মাঝখানে যা তা হলো দাবার দান...... চেক দিও না মন্ত্রি যাবে ভালোবেসো না খেলায় হারবে...... যে চিন্তা খুড়ে খায় দেশে দেহ বা অঙ্গ দান করতে গেলে তা হলো ১. আত্বীয় স্বজন আশা করে আসবে বডি পোড়াইতে, আইসা দেখবে বডি নাই কান্দা কাটির জিনিষ না থাকলে কানবে কম!! এখন ধরা যাক বডি দিলাম না ভিতরের জিনিষ দিলাম, বডি হসপিটাল থাইকা ছুটায়া আনতে হবে নাভিশ্বাস, কাটাছেড়া কইরা আইসা বলবে মাল এখনো খোলা হয় নাই, কালকে আসেন কালকে শিউর বডি দিয়া দিবো। সবাই পড়বে ভেজালে, এর মাঝে দালাল আসবে কানে কানে বলবে দেন টাকা ৫০০০ এখনোই বডি ছুটানোর ব্যবস্থা করি। ধরেন মান ইজ্বত এর ভয়ে টাকা ৫০০০ দেয়া হইলো, ডাক্তার সাব আইসা বলবেন কারে টাকা দিছেন আমরা কি জানি আমরা তো ১০০০০ এর নিচে বডি ছাড়ি না!!! ২. যে আল্লাহ খূদার বান্দা বডির পারটস পাইবো জীবনে কইবো না আহা একজন এ দিছিলো, উল্টা সেই ডিভাইস এ একটু খুত থাকলে রাইত দিন গাইল দিবো, নাফরমানের বডির পারটস লাগাইছিলাম এখন খালী শইল্লে জ্বলে। ৩. আমি দিবো মাগ্না আর যার লাগানো লাগবে তারে কল্লা ছিলান মুরগীর মতো ছিলান হইবো, সে ভাইব্বো হালায় মইরাও কত টাকা গাইত্থা নিয়া গেলো!! ৪. মরার পরে আর আমার কথা ফুটবো না, ঘরের মাইনষে যে যা ইচ্ছা কইবো, এই গুলান শুইনা আবার মরতে ইচ্ছা করবো। কিন্তু এতো কিছুর পরেও দিয়া যাওয়ার খায়েস! হালার আমার খায়েস ভোতা হইলো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।