আমাদের কথা খুঁজে নিন

   

তুমি হীনা ভালোবাসা

তুমি হীনা ভালোবাসা তোমার স্বেচ্ছাচারী ভালোবাসা থেকে এবার আমায় মুক্তি দাও এখানে ওখানে ঘুরে বেড়ানো নির্বাসিত জীবন যাপন আর ভালো লাগছে না তোমার দেয়া কষ্টগুলো অভিমান না ঘৃণা কেন যেন বুঝতে পারি না তবে পোড়ায় শুধু কয়লার আগুনের মতন ধিকি ধিকি জ্বলে তোমারই দেয়া উপেক্ষার স্বেচ্ছাচারী ভালোবাসার নষ্ট কষ্টগুলো দুঃখ, কষ্ট, উপলব্ধি, অনুভব, আর ভেতরে ভেতরে ক্ষরণের বোধ এই সকল ইন্দ্রিয়ের দ্বারস্থ জীবনের অনুভূতিগুলো কুড়ে কুড়ে খাচ্ছে আমায় দূর থেকে ছুঁড়ে দেয়া তোমার অভিমানের দলা আর ঘৃণার ঢেলা আর কতকাল? আমি তো এভাবে চাই নি তোমায় চেয়েছি নিজের করে ভালোবেসে এখনো তোমার ছোঁয়ায় হৃদয়ে আমার ঘণ্টা বেজে ওঠে তুমি পাশে থাকলে মনে সুরের বীণা বাজে তবে কেনো বয়ে যেতে হবে আমার নির্বাসিত জীবন তুমি হীনা ভালোবাসো দূর থেকে, সব বোঝ তবু বুঝেও বোঝ না কিংবা কষ্ট দিয়ে আনন্দ পাও, সেটাই তোমার কোন অর্বাচীন ভালোবাসা আমি বুঝি না। শুধু বুঝি আমি তোমায় ভালোবাসি আমার একমাত্র দোষ আর গুন যাই বল না কেন আমি শুধুমাত্র তোমাকেই ভালবাসি; যদি ভালোবাসা দাও, তবে একবার এসে দেখা দাও যদি ভালোবাসো আমায় , তবে একবার এসে ছুঁয়ে যাও হাত বা হৃদয় তাতে কিছু এসে যায় না তুমি হীনা আমার ভালোবাসা পূর্ণ হয় না তুমি হীনা আমার রংতুলি আর ছবি আঁকে না তুমি হীনা আমার লেখায় আর কোন কবিতা হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।