আমাদের কথা খুঁজে নিন

   

হয়নি বলা

Anything doesn’t mean everything " কল্পনায় " ছুটে চলার পথে সুযোগ পেলেই,প্রায়ই কিছু নিঃসঙ্গ রজনী ধার করি এই ব্যাস্ত জীবন থেকে। তোমার স্মৃতিগুলো মেলে ধরি কালো আকাশের বুকে,নিভু নিভু তারার পাশে। সময়কে তখন অলস, স্বার্থপর মনে হয়। কল্পনার সাদাকালো পর্দায় মনে দাগকাটা স্মৃতিগুলো মেলে ধরতেই,দীর্ঘশ্বাসএর সাথে হ্রিদস্পন্দন একাকার হয়ে যায়। ভাললাগা গুলো ঢেউখেলে যায় সমস্ত দেহে, কষ্টগুলো দলবেঁধে গলার মাঝখানটাতে জড়ো হতে থাকে।

কিছু অনুভুতি দেহের ভেতর থাকতে না পেরে বেড়িয়ে আসে চোখের জল হয়ে। চাঁদটাকে খুব অপরাধি মনে হয়। জ্যোৎস্নার আলোয় নিজের ঝাপসা ছায়ায় তোমায় দেখতে পাই। ছায়াকে বড্ড আপন করে নিতে ইচ্ছা হয়। এমন কিছু রজনী উৎসর্গ করব তোমায়।

আমার কষ্টগুলকে সুখ দেব তোমার বেদনায়। এমন কিছু রজনীতে নাম ধরে ডাকবো তোমায়, কল্পনায়...... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.