আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে আমার ৩ বছর ৫ মাসের সম্পর্কের ভাঙ্গন

সময় হারিয়ে যাচ্ছে, কিন্তু....................... অনেক আগে থেকেই বাবুইকে বলছিলাম আমাদের বিয়ের ব্যাপারে তার ফ্যামিলিতে কথা বলতে কারণ আমার ফ্যামিলি থেকে বেশ কয়েক বছর আগে থেকেই বিয়ের জন্য প্রচন্ড প্রেশার দিচ্ছিল। গত রাতে যখন জানলাম তার বাবা-মা তাকে এখন বিয়ে দিতে চাচ্ছে না তখন সিদ্ধান্ত নিলাম যে গার্ডিয়ান লেভেলে কেও কথা বললে হয়ত ওর পরিবারের লোকজন এই বিয়েতে মত দিবেন কিন্তু বিধি বাম, আমার পক্ষ খেকে যখন আমার মা (আমার মানসিক অবস্থা দেখে উনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন উনি ওর মা'র সাথে কথা বলবেন) ফোন দিল তখন ওই পাশ থেকে সাফ জানিয়ে দওয়া হলো এখন ওনারা বাবুইকে বিয়ে দিবেন না। আমার মা'র কোন কথাই শুনতে ওনারা রাজি হলেন না। আমি অবাক হয়েছি বাবুই এর ব্যবহারে। এই সেই বাবুই যে কিনা আমাকে বলত কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলতে আর আজ আমাকে বলে যে সে তার বাবা-মার অবাধ্য হতে পারবে না।

এই সেই বাবুই যে প্রতি ঘন্টায় আমার সাথে কথা না বলে থাকতে পারত না আর আজ এখনও ৬ ঘন্টা হয়ে গেল একটা কলও করে নাই। আমি যখন অনেক কান্না-কাটি করে আজ তাকে ফোন দিলাম তাকে দেখলাম সে বেম নরমালি কথা বলছে। আমাকে বলছে অন্য কাওকে বিয়ে করে ফেলতে। এখন আমার কছে মনে হচ্ছে কেন ওই সময় বিয়ে করলাম না, কেন ওই সময় আমি ওর ফ্যামিলির কথা চিন্তা করেছিলাম। শেষ পর্যন্ত শুভ কামনা জানিয়ে একটা এসএমএস পাঠালাম আর সেও রিপ্লাই দিল শুভ কামনা জানিয়ে।

আমাদের ৩ বছর ৫ মাসের সম্পর্কের এখানেই সমাপ্তি। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি শোক কাটিয়ে উঠতে পারি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।