আমাদের কথা খুঁজে নিন

   

আমরা অবহেলিত কুয়েটিয়ান

পদে পদে ছোট ছোট নিষেধের ডোরে, বেঁধে বেঁধে রাখিওনা ভাল ছেলে করে। প্রাণপণে, দুঃখ সয়ে আপনার হাতে- সংগ্রাম করিতে দাও ভালমন্দ সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহছাড়া লক্ষীছাড়া করে। সাত কোটি সন্তানের,হে মুগ্ধ জননী, রেখেছ বাঙ্গালী করে-মানুষ করনি। গত মে মাসের ৫ তারিখ থেকে স্থবির কুয়েট।

ক্লাস, পরিক্ষা সব বন্ধ। ৪র্থ বর্ষের ছাত্ররা ২-৩টা পরিক্ষা না হওযার জন্য পাশ করে যেতে পারছে না। তাদের আর মাত্র ২টা পরিক্ষাই বাকি। কিন্তু এদিকে খেয়াল নেই কারো। : গতকাল কুয়েট শিক্ষক সমিতির সভায় ক্লাস,পরিক্ষা হবে , আন্দোলন একই ভাবে চলবে, নাকি আন্দোলন আরো বেগবান করা হবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার হয়।

যেহেতু তাদের আন্দোলন বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন আমলে না নিয়ে পদক্ষেপ নিচ্ছে না। তাই সভায় আন্দোলন বেগবান করার ব্যাপারে সিদ্ধান্ত আসে। (শুনেছি গোপন ভোট নাকি নেয়া হয়েছে) সামনে আন্দোলন বেগবান করার জন্য মৌন মিছিল, মানব বন্ধন, অবস্থান ধর্মঘট , অনশন , বিভিন্ন হলের হল প্রভোষ্ট, বিভাগ এর প্রধান পদ, অনুষদের ডীন পদ থেকে পদত্যাগের কর্মসুচী আসতে পারে। ইহা কুয়েটে আড়িপেতে শোনা কথা। (সত্যতা _০০%) শিক্ষা মন্ত্রী , ভিসি স্যার , সকল স্যারদের দৃষ্টি আকর্ষন করে বলছি।

স্যার আমরা হতাশ হয়ে যাচ্ছি। এভাবে পড়ালেখার মানসিকতা থাকে না। দয়া করে এর সুরাহা করেন। এভাবে শিক্ষক সমিতির আন্দোলন চলল আর ভিসি স্যার নিরব থাকল। ক্ষতি শুধুই আমাদের।

স্যার প্রশাসন যদি কোন পদক্ষেপ না নিবে। তাইলে সেই প্রশাসন আপনারা রেখেছেন কেন??? আপনারা প্রশাসনে তাদের বসায়ে রাখবেন, আবার আন্দোলন ও করবেন তাইলে কিভাবে হবে। কোন পদক্ষেপ নেয়ার যদি ক্ষমতা নাই থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের এত বড় বড় পদে বসে থেকে লাভ কি??? এভাবে চলতে থাকলে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিপক্ষে কথা বলবই। এসব সাসপেন্ড,১৪ বছরে জেল এর ভয় দেখায়ে লাভ নাই। আর কোথায় মাননীয় প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী?? তারা যদি শুধু ঢাকার আসে পাশের বিশ্ববিদ্যালয় নিয়েই ব্যস্ত থাকবেন ।

তাহলে এই প্রতন্ত অঞ্চলে বিশ্ববিদ্যালয় কেন রেখেছেন। দয়া করে বন্ধ করে দেন। আর না করে দিলে আমাদের এভাবে মাসের পর মাস বসায়ে রাখবেন না। করুনা করে হলেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিকে একটো নজর দিলে আমরা কৃতজ্ঞ থাকব। আর মিডিয়া সেতো টাকায় চলে।

টাকা যেখানে মিডিয়া সেখানে। সবচেয়ে বড় কথা কুয়েটের খবর ছাপালেই কি আর না ছাপালেই কি??? শুধু শুধু কয়েক ইঞ্চি জায়গা নষ্ট। থাক আপনাদের পত্রিকার জায়গা নষ্ট করতে অনুরোধ করব না। Open secret @ Khulna University of Engineering & Technology(KUET) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।