আমাদের কথা খুঁজে নিন

   

গানের জলসায়- (৭) হেমন্ত মুখোপাধ্যায়

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না হেমন্ত কুমার মুখোপাধ্যায় (16 June 1920 – 26 September 1989) , যিনি হেমন্ত মুখোপাধ্যায় নামে আমাদের সবার তথা অজস্র সংগীত ভক্তের হৃদয়ে এক অন্যরকম উচ্চতায় অবস্থান করছেন বছরের পর বছর ধরে। তিনি একই সাথে গায়ক , সুরকার ও প্রযোজক। বাংলা ও হিন্দিতে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি। হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত ও জনপ্রিয় গানের তালিকা অনেক লম্বা। তার কয়েকটা নিয়েই আজকের পর্ব। "আয় , খুকু আয় " গানটা মনে হয় ভালো লাগে না এমন কাউকে খুজে পাওয়া যাবেনা। একজন মেয়ে হিসেবে গানটা আরো বেশি ভালো লাগে। আয় খুকু আয়,আয় খুকু আয়… মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে... ও আকাশ প্রদীপ জ্বেলোনা,ও বাতাস আঁখি মেলোনা… শোনো বন্ধু শোনো,প্রাণহীন এই শহরের ইতিকথা… আমি দূর হতে তোমারেই দেখেছি,আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি… এই গানটাও সবারই প্রিয়। এই রাত তোমার আমার,ঐ চাঁদ তোমার আমার…শুধু দুজনে… মেঘ কালো,আঁধার কালো,আর কলঙ্ক যে কালো… ও নদীরে…একটি কথা শুধায় শুধু তোমারে… রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে… আজ দুজনার দুটি পথ ওগো দুটি দিকে গেছে বেঁকে… আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা,আর কতকাল আমি রব দিশাহারা… , অসম্ভব সুন্দর একটা গান। বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও,মনের মাঝেতে চিরদিন তাকে ডেকে নিও… যাবার আগে কিছু বলে গেলেনা,নীরবে শুধু রইলে চেয়ে… আমার এই পথ চাওয়াতেই আনন্দ… কেন দূরে থাকো,শুধু আড়াল রাখো… ঝড় উঠেছে , বাউল বাতাস আজকে হল সাথী.... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে,এ জীবন পূর্ণ কর…  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.