আমাদের কথা খুঁজে নিন

   

চ্যানেলআইঃ সাহিত্যের এপার বাংলা ওপার বাংলা, যেখানে শরৎচন্দ্র মুসলমানদের বাঙালী বলতেন না!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ঢাকা ও কলকাতার টিভিতে ‘স্বামী’ ঢাকার চ্যানেল আই আর কলকাতার রূপসী বাংলায় একই সঙ্গে শুরু হলো ধারাবাহিক নাটক স্বামী। চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে শুধু বুধবার বেলা তিনটায় আর রূপসী বাংলায় সোমবার থেকে বুধবার রাত সাড়ে নয়টায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন শুভ্র নীল এবং পরিচালনা করছেন পার্থ সেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘দুটি চ্যানেলে আমরা একই সঙ্গে “সাহিত্যের এপার বাংলা ওপার বাংলা” নামে ধারাবাহিক নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। রূপসী বাংলা প্রচার করছে সপ্তাহে পাঁচ দিন আর আমরা করছি শুধু বুধবার।

তবে আমরা প্রচার করছি একসঙ্গে প্রায় দুই ঘণ্টা। ’ উপন্যাসের অন্যতম চরিত্র নরেন। নাটকে এই চরিত্রে অভিনয় করছেন ঢাকার সাব্বির আহমেদ। এরই মধ্যে নাটকের কিছু অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন। তিনি বললেন, ‘ওখানে কাজ ছাড়া কোনো কথা নেই।

অনেক বেশি পেশাদারি মনোভাব সবার মধ্যে। আর কলকাতার টিভিতে এবারই প্রথম কাজ করছি। ’ Click This Link *********************** আমাদের তথাকথিত বিশেষ ঘরাণার প্রগতিশীলদের কারবার দেখে শংকিত না হয়ে উপায় নেই। এমন ভাবে শরৎচন্দ্রকে উপস্থাপন করা হচ্ছে যে তিনি যেন অবিভক্ত বাংলার সকলের কাছেই গ্রহণযোগ্য সাহিত্যিক! আসলেই কি তাই? ১৯৪৭ এর আগে তথা বৃটিশ আমলে এই বাংলা অঞ্চলে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু শরৎচন্দ্র সহ সিংহভাগ হিন্দু সাহিত্যিকগণ মুসলমানদের বাঙালী বলতেন না।

শরৎচন্দ্রের একটি উপন্যাসে লেখা আছে "আমাদের বাঙালীদের সাথে মুসলমানদের ফুটবল খেলা"। শরতের ভাবখানা এমন যে মুসলমানরা বহিরাগত এবং তারা হিন্দুরাই স্থানীয়। মুসলমানদেরকে এই সমস্ত হিন্দু সাহিত্যিকগণ বাঙালী বলতে অস্বীকার করত। তাই যদি হয় তবে শরতের সাহিত্য কি সব বাঙালীদের জন্য গ্রহযোগ্য বা একে সাধারণ বলে চালানো যায়? এপার বাংলা ও ওপার বাংলা বলে কোন আলাদা কিছুর অস্তিত্ব আছে? নাকি আমরা স্বাধীন বাংলাদেশ আর ঐটা দিল্লীর অধীন পশ্চিমবঙ্গ? চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগরের আচরণ দেখে মনে হয় আমাদের বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব বলে কিছু নেই। দুই বাংলা বলে আসলে আমাদেরকেও দিল্লীর অধীনে চালিয়ে দেওয়ার প্রয়াস।

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেওয়ার কোন ইচ্ছাই নেই ফরে সাগরদের। আর এই দিকে প্রআলোও দুই আলাদা দেশ না উল্লেখ করে ঢাকা ও কোলকাতা দুই শহড়কে এমন ভাবে উল্লেখ করে যেন এরা একই দেশের শহড়। বাস্তব ইতিহাসকে অস্বীকারকারী এই সকল দালালদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে। কোলকাতা ও পশ্চিমবঙ্গের জাতীয়তা ভারতীয় আর আমরা বাংলাদেশী! এই সমস্ত তথাকথিত চাণক্য আবেগ দিয়ে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ও সার্বভৌমত্বকে অস্বীকার করার প্রয়াস।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।