আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পূর্বপুরুষদের নাম জেনে রাখি ও স্মৃতি সংরক্ষণ করি।

পথ হারা পাখি কেঁদে ফিরি একা!!! আমার নানীর মা এখনও বেঁচে আছে নাম “আমিরুন নেসা”। অতিশয় বৃদ্ধা। তিনি ভাগ্যবতি এজন্য যে তার পরবর্তি পাঁচটি প্রজন্ম তিনি দেখে যেতে পারছেন। এদের সবাইকে একসাথে জর করা হলে একটি মিছিলের থেকেও বেশী মানুষ হবে। কাউকে যদি প্রশ্ন করা হয়।

আপনি ফেরাউন, সক্রটিস, চেঙ্গীস খাঁন, সম্রাট অশোক, ফেরদৌসী, নিউটন, রাজা রামমোহন রায়, লালন সাঁইজী, হিটলার, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম (আরও যতো বিখ্যাত মানুষ) কে চেনেন? উত্তরে বেশীরভাগ মানুষই এদের চেনেন। কিন্তু চিন্তা করে দেখুন তাঁরা কত আগে জন্মেছেন। তাদের কতগুলো প্রজন্ম এই ধরায় এসেছে। আমরা কিন্তু তাদের নাম জানি না। শুধু মাত্র তাদের বিশেষ কিছু অবদানের জন্য আজও আমরা তাঁদের মনে রেখেছি।

এবার আপনাকে প্রশ্ন করছিঃ বলুন তো আপনার দাদার বাপের নাম কি? এটার উত্তর হয়তো আপনার জানা থাকতে পারে। যদি প্রশ্ন করি আপনার দাদার দাদার নাম বলুন? ধরে নিলাম এটাও পারলেন। যদি প্রশ্ন করি তার বাপের নাম জানেন কিনা? এভাবে যতো উপরে যাবো একসময় আপনাকে থেমে যেতেই হবে। তাই আপনার প্রতি আমার প্রস্তাব আপনার পূর্বপুরুষদের নাম জানার চেষ্টা করুন। হয়তো দেখাগেলো পাঁচ পুরুষ পর্যন্ত আপনি সংগ্রহ করতে পারলেন।

লিখে রাখুন তাদের নাম। বর্তমান এই তথ্যপ্রযুক্তির যুগে ভার্চুয়াল একাধিক প্লেসে আপনার পূর্ব পুরুষদের নাম লিখে রাখতে পারেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি সামু হয়তো হাজার বছর বেঁচে থাকবে, হয়তোবা আমার ব্লগও থাকবে। কিন্তু আমি থাকবো না। অনাগত প্রজন্ম হয়তো আমাদের লেখা দেখবে।

আপনার যে কয়জন পূর্বপুরুষের নাম জানেন তা এই পোস্টের কমেন্টেও দিয়ে দিতে পারেন। আমি পরে পোস্টে এ্যাড করে দেবো। জীবন একটাই। আসুন আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য তাদের পূর্বপুরুষদের স্মৃতি রেখে যাই। আর একটা রিকোয়েস্ট আগে ক্যামেরা ছিলো না এবং অনেক সময় কুসংস্কারের কারণে অনেকের ছবি তোলা হয়নি।

অনেক সময় দেখা যায় দাদা নানার দু’একটি ঝাপসা বা অস্পষ্ট ছবি আছে। সেগুলোকে ঠিক করে যত্ন করে সাইবার জগতে রেখে দেই। আর নিজেদের বেশী বেশী করে ছবি তুলে কোনো স্থায়ী মাধ্যমে সংগ্রহ করে রাখি। আমার পক্ষথেকে একটি অফারঃ কারও পুর্বপুরুষের যদি নষ্ট ও ঝাপসা কোনো ছবি থাকে আর তিনি যদি মৃত হয়ে থাকে। তাহলে ছবিটি স্কান করে আমাকে মেইল করে পাঠাতে পারেন।

আমি ঠিক করে দেবো। তবে একজনের জন্য শুধু একটি ছবি। একদম ফ্রি!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।