আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেবে পূর্বপুরুষদের গৌরবগাঁথা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

"মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ তহবিল সংগ্রহ অভিযান" এই গ্রুপের উদ্দেশ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য সোশ্যাল মিডিয়া সংযোগ বৃদ্ধি করা। জনগণের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এ জাদুঘরটি সেগুনবাগিচায় একটি ভাড়া কৃত জায়গায় বর্তমানে অবস্থিত যেখানে ১০,৭০০ টি কালেকশনের মধ্যে মাত্র ১৩০০টি প্রদর্শন করা সম্ভব হচ্ছে। যাদের প্রচেষ্টায় এই উদ্যোগ তাদেরকে আমরা সালাম জানাই। কালেকশনের সংখ্যা অচিরেই লক্ষাধিক ছাড়িয়ে যাবে, কিন্তু আশঙ্কার বিষয় নতুন জাদুঘর তৈরী না হওয়া পর্যন্ত সেসব হয়তো অপ্রদর্শিত থেকে যাবে। আশার বিষয় আগারগাঁও-এ (প্লট-এফ১১এ , প্লট-এফ ১১বি) মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন নির্মাণের জন্য মুক্তিযুদ্ধের সেই সমস্ত মহান বীর সেনারা সর্বস্ব লড়ে যাচ্ছেন যারা জাদুঘরটি শুরু করেছিলেন।

এ জাদুঘর আমাদের সবার। সুতরাং এর নির্মাণে সবার-ই সম্পৃক্ত হওয়া উচিত। বিশেষত মুক্তিযুদ্ধের পরে যাদের জন্ম তাদের এই দায়িত্ব কাঁধে তুলে নেবার সময়। ষোলো কোটি মানুষের দেশে মুক্তিযুদ্ধের জাদুঘরের জন্য ফান্ড-ক্রাইসিস হতে পারে না। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোক্তাদের সহায়তা ও ফান্ড কালেকশনের জন্য আমরা যা করতে পারি তার একটা প্রস্তাবনা নিচে দিলাম: ১. আমরা এই গ্রুপটির সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারি।

যার যত এফবি-বন্ধু আছে তাদেকে সদস্য হতে আহবান জানাতে পারি। [আপনি যে বন্ধুকে সংযুক্ত করবেন তাকেও বিশেষভাবে বলতে পারেন তার অন্যান্য বন্ধুদের সংযুক্ত করতে]; ২. মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের পরিচালিত একাউন্টে যেভাবে অর্থ সাহায্য করা যায় - সে তথ্যটিকে বিভিন্ন মিডিয়াতে প্রচার করতে পারি [এ নিয়ে একটা ডায়নামিক ই-লিফলেট এবং প্রিন্টেড লিফলেট তৈরী করে দিতে পারেন কেউ]; ৩. অর্থ সাহায্যের আহবান জানিয়ে আমরা ই-লিফলেট বিভিন্ন ফোরামে ছড়িয়ে দিতে পারি এবং প্রিন্টেড লিফলেট বিতরণ করতে পারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সুপার মলগুলোতে। [কিভাবে এবং কখন এসব নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে এখানেই]; ৪. জাদুঘরের জন্য ফান্ড কালেকশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে আপনারা বিভিন্ন ব্লগসাইট/সিটিজেন জার্নালে লিখতে পারেন। ৫......... ৬.......... মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয় তৈরী করে দিয়েছে আর মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেবে পূর্বপুরুষদের গৌরবগাঁথা। আসুন গড়ে তুলি আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.