আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর বাসযোগ্য বাংলাদেশ না গড়তে পারলে নারীর জরায়ুতে ব্যারিকেড বসাও

হৃদয়ে থাকুক বসন্ত আমাদের জীবন যাপনের নিত্যছবি- "এই বেশ ভালো আছি। প্রতিদিন সকালে বাজারে গিয়ে খিটখিটে মেজাজ নিয়ে বাসায় ফিরছি। সাধ আর সাধ্যের মধ্যে মিল খুঁজে পাওয়া দূরে থাক, প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছি। এরপর অফিসে যাবার পথে বিশাল জ্যামে পড়ে দেরী হয়ে যায় পৌছাতে। অতঃপর বসের ঝাড়ি হজম করে টেবিলে বসি।

সারাদিন অফিসে কাজ করে বাসায় ফেরার পথে আবার সেই জ্যামের ফাঁদে আটকা পড়ি। শরীর যখন একটু বিশ্রাম চায়, তখন ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থেকে মনটা বিষিয়ে উঠে। বাসায় ফেরার পর ঘামে ভেজা শরীর না শুকাতেই লোডশেডিং এর কবলে পড়ি। গল্প-কৌতুকে লোডশেডিং অনেক মজার অভিজ্ঞতা দেয়, বাস্তবে ভিন্ন। বাস্তবে অন্ধকারের সুযোগ নিয়ে শ্যালিকাকে বউ ভেবে চুমু খেয়ে ফেলার মত রোমান্টিকতা আসেনা।

মনটা বিষিয়ে উঠে। এই বেশ ভালো আছি। কিন্তু এভাবে আর কতদিন!" আমাদের সমস্যাগুলো কি আমাদের জানা আছে, আমাদের চাহিদা কি তাও আমরা জানি। আমরা খুব বেশি কিছু চাইনা। একটু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই।

আমরা নিরাপত্তা চাই। মৌলিক অধিকার চাই। আমাদের এই দাবী পূরণ করা আমাদের রাষ্ট্রের সবচাইতে বড় কর্তব্য। সংসদে দাঁড়িয়ে আমাদের রাষ্ট্রবাহকরা রসিকতা শোনাবেন আর আমরা হেসে লুটোপুটি খাবো এমন রাষ্ট্র আমরা চাইনা। নিজের ঘরের ভেতর খুন হয়ে যাবো, আর তা নিয়ে রসিকতা চলবে এর চাইতে করুন আর কি হতে পারে।

আমাদের সমস্যাগুলোর সমাধান হয়নি, আমরা বিচার পাইনা। তবুও আমাদের শুনতে হয়, আমরাই নাকি সবচেয়ে ভালো আছি। কারা শোনাচ্ছে, কারা শোনাবে এসব নির্লজ্জ মিথ্যাচার। ওদের লজ্জা না হোক আমাদের আছে। আমাদের প্রতিবাদ করতে হবে।

আমাদের আন্দোলন করতে হবে। এভাবে নরকের কীটের মত জীবন যাপন করা আমাদের সন্তান জন্ম দেবার অধিকার নেই। বিষাক্ত এক পরিবেশে আমাদের সন্তানকে আনার দরকার নেই। শিশুর বাসযোগ্য বাংলাদেশ না গড়তে পারলে নারীর জরায়ুতে ব্যারিকেড বসাও। আর জন্ম নয়।

নাহলে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সবাই চলো, নিজের অধিকার ছিনিয়ে আনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.