আমাদের কথা খুঁজে নিন

   

এটাও জীবন!

আমি নতুন কিছু পড়তে ভালবাসি সকল মানুষই স্বাভাবিক জীবন-জাপন করতে চায়। কিন্তু বিভিন্ন কারনে তারা স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহ কাউকে ধন বেশি দেন আবার তাইকে দেন কম, আর এই কম বেশি দিয়ে তিনি হয়তো একটা ভারসাম্য করতে চান। তিনি দেখতে চান কে বেশি পেলে আল্লাহকে ভোলে বা খুশি হয় আর কে কম পেলে আল্লাহকে ভোলে বা খুশি থাকে। এছাড়া তিনি বেশি দিয়ে ধনিদের সম্পদের পরীক্ষা নিতে চান।

আল্লাহ বলে দিয়েছেন যে-ধনীদের সম্পদে গরীবের হক আছে। এখন গরীবরা যদি ধৈর্য্যধারণ করে তাহলে তারাতো পাশ করে যাবে কিন্তু ধনীরা যদি তাদের সম্পদ গরীবদের জন্য খরচ না করে তাহলে নিশ্চিতই তারা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আজকে আমাদের দেশে যেসকল ধনী আছেন তারা যদি তাদের সম্পদের যথাযথভাবে যাকাত দিতেন তাহলে কোনভাবেই আমাদেরকে এধরনের দৃশ্য দেখতে হতো না। আর বাংলাদেশে যে দূর্ণীতি হয় তার অর্ধেকও যদি অসহায়দের জন্য ব্যয় করা যেতো তাহলে আমাদের দেশে কোন সমস্যা থাকতো না। আমরা না মানছি আল্লাহর বিধান আর না মানছি নিজেদের তৈরী বিধান যার কারনে সমস্যা লেগেই আছে।

এটা সত্য যে নিজেদের তৈরী বিধানে কখনই শান্তি আসতে পারে না, কারণ মানুষ তার ভবিষ্যত সম্পর্কে সম্পূর্ণভাবে অজ্ঞ। আমাদের আশে-পাশে যে সকল অসহায় ব্যক্তি বাস করেন তারা কত কষ্টে থাকেন একটু চিন্তা করে দেখেছেন কি। তাদের না আছে খাবার, না আছে বস্ত্র আর না আছে মাথা গোজার ঠাঁই, এরপরও তারা বেঁচে আছে-থাকবে। এটাও একটা জীবন! কিন্তু আমরা যদি (বিশেষ করে ধনীরা) এই অসহায়দের দিকে একটু হাত বাড়িয়ে দিতাম তাহলে নিশ্চই এধরনের অসহায় ব্যক্তিদের মুখোমুখি আমাদের হতে হতো না। আসুন সবাই মিলে আমাদের সামর্থানুযায়ী অসহায়দের পাশে দাঁড়াই আর অন্যান্যদেরকে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করি।

 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।