আমাদের কথা খুঁজে নিন

   

Champion of Change 002

Tomorrow is Ours ডাঃ মাহমুদ হাসান উচ্চ মাধ্যমিক পাশ করেই ধুমপানে আসক্ত হয়ে পড়েন। ছাত্র জীবনে যেখানে দিনে সর্বোচ্চ ১০টি সিগারেট খেতেন, চাকরীজীবনে তা হয়েছে ৪০টির মতো। এক সময় উপলদ্ধি করেন সিগারেটই তাকে নিয়ন্ত্রন করছে। এভাবে তিনি ১৫ বছর পার করেছেন। ধুমপানের কারনে ক্রনিক গ্যাস্ট্রিক, কাশিতে ভুগেছেন দীর্ঘ সময়।

স্ত্রী কিছু না বললেও ছেলে মেয়েদের কাছে নিজেকে তার খুব ছোট মনে হতো। ডাক্তার হওয়ার কারনে পাড়ায় সবাই খুব শ্রদ্ধা করতো। এমন কি মাস্তানরা হাতের সিগারেট লুকিয়ে ফেলতো, এসব দেখে তার খুব ভাল লাগতো। একদিন রাস্তা দিয়ে হাটার সময় দেখতে পেলেন তার ছেলের বয়সী একটি ছেলে স্কুল ড্রেস পড়ে সিগারেট খাচ্ছে। নিজেকে তিনি নিয়ন্ত্রন করতে পারলেন না, ছেলেটিকে তিনি ধমক দিয়ে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাসে পড় তুমি? বাবা-মা তোমাকে কিছু শিখায়নি।

ছেলেটি দ্রুত পালিয়ে বাচল। কিছুক্ষুন পর তিনি যখন দোকানে সিগারেট কিনতে গেলেন, তখন তার মনে হলো ধমক খাওয়া ছোট্র ছেলেটি বলছে, "আংকেল নিজে ধুমপান করেন, আবার অন্যকে উপদেশ দেন"। ভাবলেন নিজের ছেলে যদি ধুমপান করতো, তাহলে তাকে নিষেধ করার নৈতিক ভিত্তি তার আছে কিনা। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর ধুমপান করবেন না। সেই থেকে আর কোন দিন তিনি ধুমপান করেন নি।

আসুন এই বীর সেনানীকে আমরা অভিবাদন জানাই। আপনার আশে পাশে যদি আরো কোন এরকম বদলে যাওয়া নায়ক থেকে থাকে তাহলে তাদেরকে নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে বলবেন। or Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।