আমাদের কথা খুঁজে নিন

   

বোঝানোর চেষ্টা

চোখের জলে আর্দ্র রূমাল নেড়ে বিদায় ক্ষণকে আরো বিলম্ব করে ভালোবাসা কতটুকু আছে তা কি বোঝানো যায়? উত্তর আমার জানা নয়। দাউ দাউ করে মনের সব সবুজ জ্বালিয়ে বয়েসী বৃক্ষের কাছ থেকে সবুজ ধার নিয়ে চির সবুজ অন্তর আমার, তা কি বোঝানো যায়? উত্তর আমার জানা নয়। অসহায় আমি দুঃসময়ের মুখোমুখি সর্বস্ব দিয়ে স্বপ্ন ভাঙ্গন রূখি তোমার জন্য সবই করতে পারি, তা কি বোঝানো যায়? উত্তর আমার জানা নয়। "যত্র তত্র প্রেমই সর্বত্র প্রেমের কারনে কানন হলো .........স্বর্গ মর্ত্য তোমায় ভালোবাসি এর উপরে নাই কোন সত্য!" এই ছন্দ কবিতা লিখলাম অথচ 'তুমি' অন্তরেতে বাঁধছো বাসা, আবার ভেঙ্গে করছো প্রেত ভূমি সুদর্শন তোমার জন্য তলিয়ে যাচ্ছি, তা কি বোঝানো যায়? উত্তর আমার জানা নয়। উজাড় নদী সান্নিধ্যের লোভে সাঁতার না জেনেও সাঁতার কাটি আমি বড় ছেলেমানুষ তুমি ছাড়া সবই পোড়ামাটি ।। সিলেট ২৭শে মে ২০০২ ছবিসূত্রঃ ইন্টারনেট থেকে নেয়া  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।