আমাদের কথা খুঁজে নিন

   

সীমান্তে আর কত বাংলাদেশী হত্যা করলে , আমরা ভারতের ভাল বন্ধু হতে পারব ?

"অতি অপরিচিত " বাংলাদেশ ভারত সীমান্তে একের পর এক বাংলাদেশী বিএসএফ এর হাতে প্রাণ হারাচ্ছেন । গরু ব্যবসায়ী থেকে চোরাকারবারি যাই হোক না কেন , বিএসএফ গুলি চালাতে একটুও দ্বিধা করছে না । এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় নির্বিকার । মন্ত্রী আকাশে আকাশে উড্ডয়নের সর্বোচ্চ রেকর্ড করতে ব্যস্ত আছেন । আমার প্রশ্ন হচ্ছে , ভারতে অবৈধ অনুপ্রবেশ যদি কেউ করেই থাকে তাহলে তাঁকে জেলে ভরুন । তাঁর বিচার করুন । কিন্তু বাংলাদেশী হত্যা করার অধিকার বিএসএফকে কে দিয়েছে ? চোর ডাকাত অথবা নিরাপরাধ যাই হোক না কেন , অন্য একটা দেশের নাগরিকের উপর বিএসএফ কিভাবে গুলি চালায় ? মানবাধিকার কমিশন , লিমনের পায়ে কেন গুলি চলল , ডাক্তাররা কিভাবে কসাইগিরি করল , এসব বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছে । সীমান্তে বাংলাদেশী হত্যা ঠেকাতে তাঁদের তৎপরতা চোখে পড়ার মত নয় কেন ? পররাষ্ট্র মন্ত্রানলয় ,দুদক , মানবাধিকার কমিশন এরা দেশে আছে , কিন্তু এদের কাজটা কি শুধু টিভির সামনে মুখ দেখিয়ে বেড়ানো ? বিএসএফের এই অবৈধ , বেআইনি , অযাচিত ভাবে মানুষ হত্যা যদি আপনারা ঠেকাতে নাই পারেন , দায়িত্ব ধরে রেখেছেন কেন ? লিমনের একটা পায়ের দাম দিতে জানেন , বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে কোটি টাকা খরচ করে বিদেশি পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন , বিশ্বব্যাংককে গালাগালি করতে পারেন অথচ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র(?) দাবী করা ভারতীয় বাহিনির এই হত্যাকাণ্ড ঠেকাতে পারেন না । আরও কত লাশ ফেললে , ভারত আমাদের ভাল বন্ধু হয়ে যাবে বলে মনে হয় ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.