আমাদের কথা খুঁজে নিন

   

অ্যামটবের ওয়েবসাইট ও মাসিক পত্রিকা

চালু হলো দেশের মুঠোফোন সেবাদাতাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) ওয়েবসাইট (www.amtob.org.bd) ও মাসিক পত্রিকা কানেকশন। এখন থেকে এই ওয়েবসাইটে দেশের টেলিযোগাযোগশিল্পের নানা তথ্য পাওয়া যাবে।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়েবসাইটের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অ্যামটবের চেয়ারম্যান মাইকেল ক্যুনার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটবের মহাসচিব টি আই এম নুরুল কবীর।


অনুষ্ঠানে সাহারা খাতুন বলেন, ‘জনগণের ক্ষমতায়নের মূলশক্তি হলো তথ্য। আর এই সরকার দেশে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে। দেশে বর্তমানে মুঠোফোন ব্যবহার করছে ১০ কোটি মানুষ। আমরা দেশে থ্রিজি প্রযুক্তি চালু করেছি। এখন কম দামে ল্যাপটপ কিনতে পারছে মানুষ।

মুঠোফোন মানি অর্ডার সার্ভিস, ওয়াইম্যাক্স সেবাসহ নানা উদ্যোগের মাধ্যমে জনগণকে আরও বেশি সুবিধা দিতে কাজ করছে সরকার। এমটবের এই উদ্যোগে দেশের সাধারণ মানুষ এখন থেকে অনেক অজানা তথ্য পাবে বলে আমার বিশ্বাস। তা ছাড়া টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গ্রাহকের যোগাযোগ গড়ে উঠবে। ’
মুঠোফোন এখন মানুষের অন্যতম জীবনসঙ্গী হিসেবে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘তাই টেলিযোগাযোগ কোম্পানিগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। তাদের শুল্ক ও করকাঠামোসহ সব দিক আবার পর্যালোচনা করে দেখতে হবে।

মুঠোফোনের মাধ্যমে মানুষ ভয়েস যুগ থেকে এখন ডেটা যুগে প্রবেশ করছে। ’
অনুষ্ঠানে এমটবের মাসিক পত্রিকা কানেকশন-এর মোড়ক খোলেন অতিথিরা। পত্রিকাটির ইলেকট্রনিক সংস্করণও পাওয়া যাবে এমটবের ওয়েবসাইটে। —হাসান ইমাম।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।