আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় শ্রেনীর রাজনীতিক....

আমরা মূর্খ্যদের তত্বাবধানে থাকি। একথা তৃতীয় শ্রেনীর রাজনীতিকরা আমাদের কয়েকদিন পর পর মনে করিয়ে দেয়। ম.খা আলমগীর আবার মনে করিয়ে দিলেন। অথচ আমারা কিছুই করতে পারি না! এতে তাদের রাজত্ব আরো পোক্ত হচ্ছে। একই টানাপোড়েনে আছি যুদ্ধথাপরাধীদের বিচার নিয়ে।

আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, তাই একটি শ্রেনী আমাদের বিষোদগার করে। কারণ তারা ওই তৃতীয় শ্রেনীর রাজনীতিকের মত। সাভার ট্রাজেডি নিয়ে এখন রাজনীতি চলবে। তৃতীয় শ্রেনীর অপ-রাজনীতি। কি অদ্ভুদ এতগুলো তাজা প্রাণ ঝরে গেলো, এ দূর্যোগ মুহুর্তে রাজনীতিবাজরা এক হতে পারলেন না।

এখানেও তীর্যক বাক্য বিনিময়। তৃতীয় শ্রেনীর মানুষরাও ভালো মন্দ বুঝেন, কিন্তু রাজনীতিকরা বুঝেন না। কারণ ক্ষমতা তাদের মুনষত্বও কেড়ে নিয়েছে। ঢাকায় অঅমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো সাভার ট্রাজেডি নিয়ে। তিনি, আমাকে বেশি বেশি করে এ নিয়ে লিখতে বললেন।

বললেন, মুর্খদের বিবেক নাড়া দিতে হবে। আসলে কি পারবো আমরা! তারা কি শুনবেন আমাদের কথা? মনে হয় না। কারণ কুকরের নজর সব সময়... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।