আমাদের কথা খুঁজে নিন

   

আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার পৃথিবী, আর ধীরে ধীরে একা হয়ে গেছি আমি

একটা সময় ছিলো যখন ঘরের যেকোনো অনুষ্ঠান বলতে ই ছিলো সব কয়টা মামাতো ভাই মিলে একসাথে হৈ-হুল্লোড় করা। ঈদ আর জন্মদিন তো ছিলো ই, টিভিতে এমন কোনো খেলা ছিলো না যা সবাই মিলে একসাথে দেখি নাই। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, আই.পি.এল. মানে ই ছিলো খেলা দেখতে দেখতে সবাই মিলে একসাথে ক্যারাম আর তাস খেলা, হাফ টাইমে রান্নাঘরে ঢুকে সব কিছু ওলট-পালট করা আর চান্দা তুলে মোজো আর কোক কিনা। আজকে সেই মামাতো ভাইগুলো একজনের বিয়ে হয়ে গেলো, অনুষ্ঠানে গিয়ে হাজার মানুষের ভিড়ে খুঁজলাম সেই সব প্রিয় মুখগুলো। না, একটা টা ও নাই, সেই হৈ-হুল্লোড় করা প্রিয় মুখগুলা আজ হাজার হাজার মাইল দূরে। প্রতিদিন বিকালে ব্যাট-বল হাতে পুরা পাড়া মাতিয়ে রাখা সেই মুখ গুলোকে দেখি না বহুদিন ধরে। এখন আর একসাথে খেলা দেখা হয় না, চাঁদা তুলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ও করা হয় না, বিকাল হলে ই উঠানে গিয়ে ক্রিকেট খেলা হয় না, ফুটবল খেলতে গিয়ে পায়ের নখ উল্টায়ে ব্যথায় কাতরাতে কাতরাতে বাসায় ঢুকা হয় না !!! সময়ের সাথে সাথে সব কিছু ই এখন স্মৃতি হয়ে গেছে !!! আস্তে আস্তে ছোট হয়ে গেছে আমার পৃথিবী, আর ধীরে ধীরে একা হয়ে গেছি আমি !!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.