আমাদের কথা খুঁজে নিন

   

‘আমাকে কম কথা বলতে পরামর্শ দেওয়া হয়েছে’

আমি কাউকে অন্যায় করতে দেখি তখন আমার খুব খারাপ লাগে আমি চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করার ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সংসদ সদস্যদের তোপের মুখে পড়ার পরদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, তাকে কথা ‘কম বলার’ পরামর্শ দেওয়া হয়েছে; এ কারণে তিনি বেশি বলবেন না। বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলে ‘বিডি ভেঞ্চার লিমিটেড’ নামে একটি কোম্পানির যাত্রা শুরুর অনুষ্ঠানে অর্থমন্ত্রী নিজের বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, “আমাকে কম কথা বলতে পরামর্শ দেওয়া হয়েছে। তাই আমি দ্রুত শেষ করব। ” পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংককে অর্থায়নে ফেরানো, সোনালী ব্যাংক থেকে হলমার্কসহ ৬ কোম্পানির সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন ঘটনায় সা¤প্রতিক সময়ে চাপের মুখে থাকা অর্থমন্ত্রী বুধবার সংসদেও সমালোচনার মুখে পড়েন। হলমার্কের অর্থ কেলেঙ্কারি নিয়ে অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে তাকে (অর্থমন্ত্রী) বিব্রতকর কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দেন শেখ ফজলুল করিম সেলিম।

“উনার (অর্থমন্ত্রী) বয়স হয়েছে বুঝি। কথাবার্তা কম বলা ভাল। এতো বড় লুট হয়ে গেল, উনার করার কিছু নেই। ৪ হাজার কোটি টাকা কোনো বড় টাকা নয়- ক্যামনে তিনি এ ধরনের বক্তব্য দেন? এ ধরনের কথা বলে সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দেন তিনি। ” সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ নিয়ে সমালোচনার পর অর্থমন্ত্রী হলমার্কের নেওয়া ঋণের অর্থ ‘বেশি’ নয় দাবি করে তা নিয়ে গণমাধ্যমে ‘অযথা হৈ চৈ’ হচ্ছে বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার রূপসী বাংলা হোটেলে ‘বিডি ভেঞ্চার লিমিটেড’ এর অনুষ্ঠান শেষে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও অর্থমন্ত্রী আর কথা বলেননি। দুপুরে সচিবালয়ে স্টক এক্সচেঞ্জের বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকরা পদ্মা সেতুর বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী না দাঁড়িয়ে নিজের কক্ষে চলে যান। পরে ডেসটিনির প্রতিবেদন নিয়ে বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকরা আবারো কথা বলা চেষ্টা করলে তিনি শুধু বলেন, “প্রতিবেদন দেওয়ার জন্য দুই মাস সময় চাওয়া হয়েছিল, তাই তাদের সময় দেওয়া হয়েছে। ” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৮০৮ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.