আমাদের কথা খুঁজে নিন

   

নিবার্চনই ব্যয় ও সাংসদদের দূনীতি মুক্ত থাকতে পারা না পারা

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। আমি ঢাকার যে সংসদীয় আসনের বাসিন্দা শুনেছি নিবাচনে জিততে সে 25 কোটি টাকা খরচ করছেন। তার বিরোধী দল নাকি তার চাইতে ও বেশী খরঢ করছিলেন কিন্ভু জিততে পারেন নাই।

এখন বিজয়ী এবং পরাজিত উভয়ই কেন এত্ত টাকা ব্যয় করে নিবার্চনে জিততে ঢাইলো? দেশ সেবার জন্য? তারাকি এতই দেশ প্রেমিক হইছে যে নিজের পকেট থেকে টাকা খরচ করে নিবার্চিত হয়ে দেশের মানুষের সেবা করবে!!! এইটা অসম্ভব আর বোকামি চিন্তা ছাড়া আর কিছুই না। আসলে তারা এই ব্যয়কে ব্যবসায়ীক পুজী হিসাবে খাটিয়েছে। নিবার্চনে জিতলে সে দূনীতির বিশাল একটা বাজার পাবে। নিবার্চনে সে যত টাকা ব্যয় করেছে তার বেশ কয়েক গুন দূনীতির মাধ্যমে উসুল করবে। তাই আমিতো বলতেই পরি যে, সাংসদদের এই টাকার পিছনে ঘুরতে থাকার কারনে তারা কোন ভাবেই জনগনের দিকে মনোজোগী হতে পারবে না।

তাই এই রকম সরকার ব্যবস্থা আমাদের উন্নতির এখন ই জন্য পাল্টাতেই হবে। সবচাইতে পারফেক্ট একটা সরকার ব্যবস্থা আমাদের এখনই দরকার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।