আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরী প্রতিযোগীতা সৌন্দর্যের প্রতিযোগীতা

মহাসাধক ছোট বেলায় পড়তাম কানা কে কানা , খোঁড়া কে খোঁড়া বলিওনা। ভাবতাম কানা কে কানা বলবো নাতো কি ল্যাং ড়া বলবো? আজ বুঝি সে যেন কষ্ট না পায় মনে, নিজেকে ছোট মনে না করে তাই এভাবে ডাকতে নিষেধ করা হয়। আজ হয়তো এ নিয়ে কেউ নিষেধ করে না। তাই চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার নামে এক অমানবিক প্রতিযোগিতা নিয়ে এল। অবিবাহিত আর নির্দিষ্ট বয়সের মেয়েরাই আই প্রতিযোগিতায় আসে।

তার চেয়ে বড় ব্যাপার যারা মনে করে তারা দেখতে সুন্দর শুধু তারাই অংশ নিতে চায়। কিন্তু যে চেহারা গড়ায় মানুষের হাত নেই তা নিয়ে প্রতিযোগিতা করা উচিত কি? কালো মেয়েদের বিয়ে হয়না কেন এই নিয়ে নারীবাদীরা মতম তোলেন। আজ পুরুষদের সুন্দরী নারী চেনানোর এই আয়োজনের বিরধিতা তারা করছেনা কেন? প্রতিযোগিতা হওয়া উচিৎ যে সব গুন পরিশ্রম করে অর্জন করতে হয় তা নিয়ে। মানুষের চেহারার সৌন্দর্য শিশু , পাগল, পুরুষ -মহিলা সবাই বুঝতে পারে, প্রতিযোগিতার আয়োজন করে তা বাছাই করতে হয় না। আসুন সবাই ধিক্কার জানাই।

আর নিজের বিবেক জাগ্রত করে সুন্দরী নারী অসুন্দরী নারী খোঁজার এই জঘন্য অনুষ্ঠান বন্ধ করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.