আমাদের কথা খুঁজে নিন

   

শয়তান

উইগুলো উড়ে যায় উড়ে যায় দূর পেছনে রেখে যায় উইয়ে খাওয়া ঘর। উইগুলো উড়ছে বাতাসে বাতাসে বঙ্গভবন থেকে পলাশীর মোড়- সারাদেশে। ইবলিশ ডানায় সওয়ার হয়ে হয়ে ফিঙ্গেকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উইগুলো উড়ে যায় উড়ে যায় দূরে। নরম ডানায় উই কেমন করে উড়ে? ইবলিশের খামার ধংস করে দাও! উঠে এসো পাখি উঠে এসো ফুল উঠে এসো মায়ের ভাল সন্তানেরা; ইবলিশকে ধংস করার এখনই সময়। উঠে এসো শয়তান হয়ে; কাঁটা গুলো তুলে ফেল কাঁটা হয়ে। ইবলিশের ডানা ভেঙ্গে ফেলে- উলঙ্গ করে বেলে ড্যান্স করাব মানিক মিয়া এভিনি'য়ে! যখন উই পোকারা জন্মাবেনা তখন না হয় আমরা মায়ের ভাল সন্তান হবো ফুল হবো- পাখি হবো। ০৪/০৯/২০১২ সিলেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।