আমাদের কথা খুঁজে নিন

   

শয়তান

সে এক পাথর আছে কেবলই লাবণ্য ধরে ...
আগুনের রং জানতে চেয়ে আমি দাবনল দেখেছি চারপাশে , ধূসর কোন রাত্রিতে যখন জোছনা বিলিয়ে যায় যাযাবরের ঠাঁই , আমি চর্চিত রাজপথে দেখেছি আলোরং আর বিপণিবিতান জুড়ে সহস্র ঘৃণার স্ফুলিঙ্গ আর পোড়া মেরুদন্ডের স্তুপে লোভের বেসাতি । যে শিশুটির লাশ ম্যানহোলে পড়ে আছে সে আমার সন্তান , সস্তা মূল্যে আমার বোন আজ লজ্জা বিকিয়ে ভাত খোঁজে , যে রাস্তার মোড়ে সেদিন পড়ে ছিলো শফিকের তাজা রক্ত সেখানে নির্লজ্জ পানোৎসবে স্তন আর মুদ্রার আস্ফালনে ব্যস্ত মানুষের মাঝে আমার রক্ত উল্লাস জন্ম দেয় ভোদকার বোতলে । আমি কাউকে বলিনি এক ভিসুভিয়াসের কথা , আমি কাউকে বলিনি এক মুষ্ঠিবদ্ধ মহাসমুদ্রের গর্জন , আমি তোমাদের কাউকে বোঝাতে পারিনি , আমার ভেতরে আর কোন গান অবশিষ্ট নেই , কোন ভালোবাসা আমার কদর্য মুখের দিকে তাকিয়ে তোমরা বোঝনি , এক জান্তব ক্ষুধা আমার লেলিহান দুচোখে । ঈশ্বরের মুখের দিকে চেয়ে আমাকে আজ শয়তান হতে দা্ও ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।