আমাদের কথা খুঁজে নিন

   

যে কোন ওয়েবসাইটের অফলাইন ভার্সন বানাতে চান ?

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সময় কোনো পেজ যদি পরে দেখার দরকার হয় তাহলে ব্রাউজার থেকে খুব সহজেই সে পেজটি সংরক্ষন করে রাখা যায় কম্পিউটারে । আবার অনেকে প্রয়োজনীয় অংশের স্ক্রিন শট নিয়ে রাখেন । পুরো ওয়েবসাইটটিই প্রয়োজন হলে সংরক্ষন করে রাখা যাবে কম্পিউটারে । এবং সেভ করা ওয়েবসাইট পরে অফ লাইনে দেখতে পারবেন সহজেই । এ জন্য আপনাকে একটা ছোট সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে কম্পিউটারে ।

এর নাম এইচটি ট্র্যাক । এর আকার মাত্র ৩.৪ মেগাবাইট । এটি একেবারে বিনামূল্যে নামিয়ে নেয়া যাবে http://1b825cc9.linkbucks.com ঠিকানা থেকে । সফটওয়্যারটি ইনস্টল করার পর ইন্টারনেট ব্রাউজার না চালু করে সরাসরি সফটওয়্যার চালু করে ইন্টাফেস থেকে নিচের দিকে নেক্সট লেখা ট্যাবে ক্লিক করুন । তাহলে নতুন একটা উইন্ডো খুলবে ।

নতুন খোলা উইন্ডোতে প্রজেক্ট নেম ও প্রজেক্ট ক্যাটাগরি লেখা ঘরে ইচ্ছামত নাম লিখে নেক্সটে ক্লিক করুন । এবার আরেকটি উইন্ডো খুললে Add URL- এ ক্লিক করলে Insert URL লেখা বক্স আসবে । সেখানে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে ওকে করুন । সেভ অপশন এলে পছন্দের ফোল্ডার নির্বাচন করে দিন । তাহলেই আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইট পুরোটাই নামানো হয়ে যাবে কম্পিউটারে ।

ইন্টারনেট সংযোগ ছাড়াই যখন-তখন দেখতে পারবেন সংরক্ষন করা ওয়েবসাইটটি ইন্টারনেট ব্রাউজারের সাহায্যে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.