আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চাকালের ডায়েরী । পড়ার মত তেমন কিছুই হয়ত নাই । তবে স্মৃতি হিসেবে আদর্শ

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি ক্লাশ ফাইভে থাকতে ডায়েরী লেখা শুরু করেছিলাম । তখনকার সব লেখা পাইলাম না । কিছু লেখা আজকে পড়তে পেরে খুব খুব খুশি লাগল । মনের অগোচরেই ঠোঁটের কোণে একটা হাসি উঁকি দিয়ে গেল । ৮ই মার্চ,২০০৭ বেশ কয়েকদিন পর আবার ডায়েরী লিখছি ।

এ কয়দিন বিরাট ব্যস্ত ছিলাম । অনেক কিছু করতে হয়েছিল । আমার সিটি পরীক্ষা ৬ তারিখ শেষ হল । এইগুলা কোন বড়সড় পরীক্ষা না । শুধুই সময় নষ্ট !১০ নাম্বারের পরীক্ষা দিলেও কি আর না দিলেও কি???তবে ভাল মত পড়াশুনা করেছিলাম ।

কারণ এই বছর আমাকে বৃত্তি পরীক্ষা দিতে হবে (প্রাইমারী স্কলারশিপ ) । তাই কোন কিছুই অবহেলা করা যাবে না । পরীক্ষা শেষে বেশ বড়সড় বন্ধই পেলাম । সবই আল্লাহর ইচ্ছা । বড় ভাইয়াদের এস এস সি পরীক্ষার বন্ধ ।

এক মাস পাক্কা । তাও যে খুব আনন্দে বন্ধ কাটাচ্ছি বা কাটাবো তা নিশ্চিত ভাবে বলতে পারছি না । উত্তেজনাপূর্ন দিন পেলেই আমি খুশি । No more Today ৯ মার্চ,২০০৭ আমার জানালা দিয়ে আকাশ দেখা যায় না । দেখা যায় কয়েকটা বড় বড় বিল্ডিং আর তাদের বিশাল বিশাল ছায়া ।

কাল টঙ্গী গিয়েছিলাম । I thought it would be a nice place.But I have to say that Tongi isn't for me . BAD!Really bad ! তা যাই হোক ফেরার পথে আমার দাদু বাসা নাখালপাড়া গিয়েছিলাম । ফিরতে ফিরতে রাত হয়ে যাওয়ায় রিকশা তে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম । মানুষের যে কেন এত ঘুম পায়?ঘুম পেলেই আমার বিরক্ত লাগে । No more Today . (এইটূকু লেখার পর আবার অনেকদিন কিছু লেখি নাই ।

হয়ত বা লিখেছি । পৃষ্ঠা গুলো হারিয়ে ফেলেছি । ইসসস তখনকার সব লেখা গুলো যদি পেতাম । ছন্নছাড়া খাপছাড়া কিছু কথা বার্তাগুলোর হয়ত কোন মানে নাই । তবে স্মৃতি তো! ওইটুকু বয়সে যে আমি কিছু লেখতাম সেইটা আমার কাছে অনেক বড় কিছু ।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।