আমাদের কথা খুঁজে নিন

   

আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত চিঠিটি (রম্য ভার্সন)…

আমিও একজন মানুষ, ঠিক আপনার মতই, , , , , মাননীয় মহোদয়, আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনারে বাক্তিগত বিশ্ববিদ্যালয়ে(PRIVATE UNIVERSITY) প্রেরণ করলাম। তাকে আদর্শ ছাগল হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই কোটিপতির সন্তান নয়, সব মানুষই তার মত মেধাহীন নয়। তাকে এও শিখাবেন ওর মত অসংখ্য ফার্মের মুরগীদের মাঝেও ও কয়েকটা ডাক জানা মোরগ থাকতে পারে(private universityr প্রকৃত মেধাবীদের কথা বলছি যারা নিজেদের সম্মান নিজেরাই রক্ষা করে চলেন), প্রত্যেক পিতামাতা নিজের সন্তানকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর আশায় থাকেন। তাকে শেখাবেন ১০০০ টাকা বড়লোক বাপের কাছ থেকে চেয়ে পাওয়ার চাইতে একটি টিউশনি করে অর্জন করা ৫০০ টাকা অধিক মুল্যবান।

এও তাকে শিখাবেন-কিভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার কষ্ট মেনে নিতে হয় এবং কিভাবে প্রকৃত মেধাবীদের সম্মান করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন বাপের টাকায় ফুর্তি না করাটাও শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে " তাকে লাত্থি দিয়ে বের করে দিয়েই একটা গ্রামের গরিব মেধাবি ছেলে বিশ্ববিদ্যালয়ের সীট দখল করেছে এবং ভবিষ্যতে চাকরি ক্ষেত্রেও তাকে লাত্তি দিয়ে উপরে যেতে এই ছেলেটি দ্বিধাবোধ করবেনা। প্রকৃত মেধাবী হওয়ার মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।

আমার পুত্রকে শেখাবেন, বাক্তিগত বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়ে পাশ করার চেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চা বিক্রি করা(কার্জন-এর সেলিম+ মন্টু ভাইয়ের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক) অনেক বেশী সম্মানজনক। নিজের বাপের টাকার উপর যেন এত বেশি আস্থা না থাকে, তাকে শেখাবেন, প্যান্ট কিভাবে উপড়ে পরতে হয়, পরীক্ষার আগের রাতে হলেও যেন একটু পড়াশুনা করে , তার পাওয়া ৩.৯৬ আমার টাকা দিয়ে কেনা সেটাও শিক্ষা দিবেন( মেয়েদের ক্ষেত্রেঃ- উরনা নামক বস্তুটা যেন শরীরে থাকে, শর্ট প্যান্ট পরে বিছানায় যাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ে না, শরীর প্রদর্শন করলেয় স্মার্ট হওয়া জায়না,এদের কে(FB name- Odhira Ishrat) মডেল বলেনা (খা * কী) বলে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন না করার। সে যেন শ্রেণীকক্ষে কষ্ট করে হলেও TEACHER-er কথা শুনে এবং এ শিক্ষাও তাকে দেবেন যে তার এই বিশ্ববিদ্যালয় এর শিক্ষা আমাকে টাকার বিনিময়ে কিনতে হচ্ছে। সে যেন শেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাফল্য দেখে কিভাবে কাদতে হয়।

আবার এ কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা প্রকৃত মেধাবী, যারা নিজের প্রচেষ্টায় বড় হয় তাদের সে যেন সম্মান করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে। আমার পূত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, কেননা সোহাগ করার জন্য আমি কোন টাকা পয়সা দেয় না। আমার সন্তানের যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অপমান করার সাহস না থাকে, থাকে যেন তাদের মেধা-কে সম্মান করার মত ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের বাপের টাকার প্রতি তার যেন সুমহান আস্থা না থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে সরকারের কোটি টাকা খরছ করে বেড়ে উঠা গরিব করের সেই ছেলেতির প্রতি।

ইতি আপনার বিশ্বস্ত; আব্রাহাম লিংকন বিঃ দ্র - আমার বন্ধুমহলের একটা বিরাট অংশ PRIVATE UNIVERSITY -তে পড়াশুনা করে, তাদের আমি মন থেকে সম্মান করে, এর সিস্টেম আমার অনেক পছন্দ, তারা যেভাবে ক্লাস নেয়, পরীক্ষা নেয় এটা আমার অনেক পছন্দ, এখান থেকে অংসগ্রহন করেয় নাসা-এর পুরস্কার জিতে নিতে পারার মত মেধাবীরাও আছে যা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও পারবেনা। কিন্তু এই পোস্ট তাদের জন্য,যারা ভাবে আমরা গরিব ঘরের পোলাপান, খামাখা সরকারের টাকা নষ্ট করছি, আর কিছু হলেই গাড়ি ভাংছুর করি। ওরা কিভাবে বুঝবে একটা পরিবারের একমাত্র স্বপ্ন তাদের এই ছেলে, বাপের হাতের লাঙলটা কেড়ে নিবে, মায়ের জন্য একটা রঙ্গিন স্বপ্ন কিনে দিবে, বোনের বিয়েতে আর ২ ভরি স্বর্ণ দিতে পারবে, ছোট্ট ভাইটা হয়ত তার দ্বারা অনুপ্রাণিত হয়ে ক্লাস ৮ এর বৃত্তিটা পেয়ে যাবে, এই ছেলেটা যখন মারা যায়, তখন কি হয় একটু ভেবে দেখুন। তার জন্য ২ দিন আন্দোলন করলেই মায়ের চোখের জল শুকিয়ে যায়না, শোঁক মিছিল করলেই বাবা তার ছেলের প্রথম বেতনের টাকা দিয়ে কেনা পাঞ্জাবিটার গন্ধ পাবেনা, কেন মানুষ এত্ত বড় একটা বিষয় নিয়ে উল্টাপাল্টা বলে??? উৎসর্গঃ- দরকার ছিলনা কিন্তু আমার বিশ্ববিদ্যালয় জীবনের সেরা বন্ধু "ইবতিহাজ আহমেদ ফাহাদ" আমাকে ঋণী করে রাখছে, তাই আমার এই পোস্ট তাকেই উৎসর্গ করে লিখা, সামনেয় ওর জন্মদিন। এই পোস্ট তার জন্মদিনে আমার শুভেছা, ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.