আমাদের কথা খুঁজে নিন

   

‘ড্রাকুলা’ ও আব্রাহাম ব্রাম স্টোকার

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার টোয়াইলাইট সিরিজ নিয়ে পুরো বিশ্বে ব্যাপক হইচই পড়ে গেছে। রক্তচোষা ড্রাকুলা নিয়ে অনেক গল্প ও চলচ্চিত্র রয়েছে। কিন্তু কাউন্ট ড্রাকুলার ধারেকাছে এখনো কেউ যেতে পারেনি। ব্রাম স্টোকারের পুরো নাম আব্রাহাম ব্রাম স্টোকার। ১৮৪৭ সালের ৮ নভেম্বর তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন।

৪০ বছরের সাহিত্যজীবনে এ ব্যক্তি ডজনের মতো উপন্যাস এবং কয়েকটি ছোটগল্প লিখেছেন। ১৮৯৭ সালে প্রকাশিত হয় তার পিশাচ কাহিনী ‘ড্রাকুলা’। মজার ব্যাপার হলো, কাহিনীর প্রধান চরিত্র ড্রাকুলা প্রকৃতপক্ষে একজন খলনায়ক। রক্তচোষা সাহিত্য ছাড়িয়ে স্টোকারের খলনায়ক এখন সাহিত্য জগতের কিংবদন্তি হয়ে আছে। পরবর্তী সময়ে ড্রাকুলাকে নিয়ে অনেক চলচ্চিত্র ও টিভি সিরিজ নির্মাণ করা হয়।

তবে ব্রাম স্টোকারের কাহিনী সেগুলোয় অনুসরণ করা হয়নি। কাউন্ট ড্রাকুলা অনেক সাহিত্যবোদ্ধা ও পাঠকের কাছে পিশাচকাহিনীর সেরা চরিত্র। ভয়ঙ্কর অথচ রোমান্টিক এই খলচরিত্রের মোহে আজও অনেক পাঠক আবিষ্ট। এ কারণে ড্রাকুলা সর্বাধিক পঠিত বইগুলোর একটি। ৬৪ বছর বয়সে ১৯১২ সালে ব্রাম স্টোকার মৃত্যুবরণ করেন।

গতকাল ছিল ড্রাকুলার স্রষ্টা ব্রাম স্টোকারের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল, ডুডলের মধ্য দিয়ে তাকে স্মরণ করেছে। সূত্রঃ সায়েন্সটেক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.