আমাদের কথা খুঁজে নিন

   

চিত্রনাট্য চুরি করলেন জন আব্রাহাম!

লাভ, সেক্স, ধোকা আর খুন। ১৯৫৯ সালের  চাঞ্চল্য ফেলে দিয়েছিল বাস্তবের এক ঘটনা। যেখানে ঠাণ্ডা মাথায় এক স্বামী খুন করেছিলেন বউয়ের প্রেমিককে। এবং শেষমেশ আত্মহত্যা করেছিলেন নিজে। ক্রাইম ডায়েরিতে যা নানাবতি কেস নামেই প্রসিদ্ধ।

বলিউডের থ্রিলার জুটি আব্বাস-মস্তান সেই গল্পকেই সিনেপর্দায় নিয়ে আসার তাগিদে লিখে ফেলেছিলেন চিত্রনাট্য। এমনকি ছবির নায়ক হিসেবে বেছে ফেলেছিলেন জন আব্রাহামকে। আর সেই জন আব্রাহামই ধোকা দিলেন দুই পরিচালককে।  

ঘটনাটি হল, অভিনয় করার জন্য জনকে ছবির চিত্রনাট্য পড়তে দিয়েছিলেন আব্বাস-মস্তান। চিত্রনাট্যটি পড়ে বেশ ভাল লাগে জনের।

কিন্তু আব্বাস-মস্তানকে খুণাক্ষরেও তা টের পেতে দেননি জন। অন্যদিকে আব্বাস-মাস্তান অভিযোগ করেছেন জন আব্রাহাম তাঁদের স্ক্রিপ্ট চুরি করে নিজেই নাকি ছবিটি তৈরি করার প্ল্যান করে ফেলেছেন। আর এই বিষয়ে আব্বাস-মাস্তানকে ছেড়ে অন্য কোনও পরিচালক খুঁজছেন জন।  

তবে দুই পরিচালকের কথাকে ভ্রান্ত বলে দাবী করেছেন জন। জনের কথায়,'‘নানাবতি কেস নিয়ে একেবারে নতুন স্ক্রিপ্ট লেখা হচ্ছে।

যার প্রযোজনা করছি আমি। এর সঙ্গে আব্বাস-মাস্তানের ছবির কোনও মিল নেই। '

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.