আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদের বিকৃতি এবং পরথুম আলু

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। পরথুম আলু পত্রিকায় খবর বেরিয়েছে যে বগুড়ার ‘অতিথি সাংসদ’ এলাকায় যান না । আমি একটা মন্তব্য দিয়েছি। তার আগে এমপি মওদুদ ও তারানা হালিম এলাকায় যান না : উন্নয়নবঞ্চিত বগুড়ার গাবতলীর মানুষ এইটা পড়লেই বোঝা যায়, প্রায় একই সোর্স থেকে আসা খবরকে পরথুম আলু পুরাই গায়েব করে বিএনপি-বিরোধী অবস্থান থেকে নতুন করে সংবাদটি পয়দা করেছে। আমি প্রথুম আলু ছাইটে গিয়া মন্তব্য দিছি।

কিন্তুক এও জানি, প্পরথুম আলু সেইডা ছাপাইবো না। তাই সেই মন্তব্যটাও এখানে দিলাম। ২০১২.০৯.০১ ১৯:২০ [ আপনার মন্তব্য বিবেচনার জন্য অপেক্ষমান এবং সকলের নিকট প্রদর্শিত নয় ] ২০০১ সালে আওয়ামী লীগের এম্পিদের সাথে এখনকার বিএনপির এম্পিদের কোনই তফাত নাই। তার উপরে গোদের উপরে বিষ ফোঁড়া হিসাবে আছে সংরক্ষিত আসনের মহিলা এম্পিরা। অন্য একটি সহযোগী পত্রিকার সংবাদ থেকে জানা গেল যে ঐ এলাকার সরকারী দলের মনোনীত এম্পি হলেন তারানা হালিম।

তিনিও এলাকায় যান না। পড়ে মনে হল, দুই সংবাদের উতস এক, শুধু আপ্নারা মদুদের অংশটুকু নিয়েছেন সরকারের "নেক-নজর" পাবার আশায়। তাই তো আপনারা খালি মদুদকেই দেখলেন উনি যান না, আপনাদের পছন্দের দলের আরো পছন্দের এম্পি তারানা হালিমও যে যান না, সেইটা চেপে গেলেন কেন? [ এই পোস্ট ছাড়পত্র পেলে বোঝা যাবে আপনাদের নীতি কিছু বদলেছে ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.