আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা আঞ্চলিক গানের গীতি । ( পাচঁ গুচ্ছ গান )

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! 1) নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন কাইন্দ না কাইন্দ না কইন্যা না কান্দিও আর !! সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো !! নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল উরি !! তুমি কইন্যা না থাকলে আবার গলায় ছুড়ি নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু !! নয়া বাড়ী লাইয়া রে বাইদ্যা লাগাইলো কলা সেই কলা বেচ্যা দিয়াম তোমার গলার মালা নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সাড়ি সাড়ি হাস মারিলাম কইতর মারলাম বাচ্যা মারলাম টিয়া !! ভালো করে রাইন্দো বেনুন কাল্যাজিরা দিয়া !! (গীতিকারের নাম জানি না ) ২) "উড়ি যারে তোতা পাখি নিদ্রা অলির কাছে কইতো তারে আইতো ত্বরা আঁর যাদুর কাছে আরো কইস যাদুর চোগত ঘুম দিত আই বরই গাছে বইস্যে তোতা বরই খাইবার লাই।" - অচিন্ত্যকুমার(১৯২৬-১৯৯৪) ৩) চাদঁত বলে চাষ করিব বৃহস্পতিত কারখানা মঙ্লগ্রহত শ্বশ্শুর বাড়ি করিবার লাই বাসনা । ( ইয়াকুব আলি, কবিয়াল।১৯৩১) ৪) ছোড বউয়ে দিয়ে বাতি লাল কেরসিন দিয়া গুরা বউ বউ রে কি বাতি জ্বালাইরে তুই লাল কেরসিন দিয়া ধুঁয়া দেখি নিভাই দিল বড় বউয়ে আইয়া। (অচিন্ত্যকুমার) ৫) দেশের রাজনীতি ভেজাল ভেজাল নেতার কথার চাল ভেজাল হইয়ে অর্থনীতির বেচাকিনার মাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।