আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় বর্ষপুর্তি,যাদের জন্য আমার ব্লগে আগমন,ব্লগে বিচরন আর ভাললাগা।

যেভাবে যাদের জন্য ব্লগে আগমন কেমন করে তিনটা বছর পার হয়ে গেল সামুতে। আমার বাল্য বন্ধু ব্লগার রন্টি চৌধুরী কাছে প্রথম ব্লগের নাম শুনি। তখন তার মুখে কয়েকজন ব্লগার এর নাম শুনতাম,এত বেশি শুনেছি যে সেসব নাম আমার ব্লগে আসার আগে থেকেই মুখস্ত হয়ে গেছে এরা হচ্ছে (অ)গানিতিক, ফারহান দাউদ মুলত এদের লেখার প্রশংসা শুনে আমার মনে হল দেখি একটু। তারপর শুরু হল আমার পথচলা। উন্মোচিত হল নতুন এক ভূবন।

অবাধ বিচরন কবিতা গল্প রম্য রচনা আর কৌতুকে। তখনকার সময়টা অনেক সরল ছিল। সে সময়ের ব্লগের পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ পাতাল পার্থক্য। ঐ সময়টা ছিল নির্মল নিঃশ্বার্থ একটা পরিবার,একটা বন্ধু মহল। বর্তমানে ইন্টারনেটের কল্যানে ব্লগারের সংখ্যা অনেক বাড়লেও সে হারে বাড়েনি মানসন্মত লেখা।

যা বেড়েছে তা হচ্ছে আক্রমন,উষ্কানীমুলক কথাবার্তা গালিগালাজ। আগের সে পরিবেশ অনেকটাই বিঘ্নিত,যে কারনে অনেক পরিচিত ব্লগার কে আর দেখা যায়না। নতুনের জন্য জায়গা করে দিতে রাজি আছি কিন্তু মন্দের জন্য না। যখন দেখি ভাল ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে আড়ালে চলে যাচ্ছে তখন খুব কষ্ট হয়,আমি কোন ভাল লেখক না যে নিজের লেখা দিয়ে তাদের ধরে রাখব। এক্ষেত্রে সবার এগিয়ে আসা উচিত।

যাদের জন্য ব্লগে বিচরণ নিঃশ্বার্থ আর নিঃশর্ত ভালবাসা কাকে বলে তা শিখেছি হয়ত কিছুদিন আগে। একজন মানুষের সাথে আমার কোনদিন দেখা হয়নি,কথা হয়নি কেবল ব্লগে পরিচয় ব্লগেই সব কথাবার্তা,অতচ এই মানুষটাই আমাকে সাহস যুগিয়েছে,সামনে এগিয়ে যাবার প্রেরনা দিয়েছে-এমন এক সময় যখন আমি আমার জীবনের সবচেয়ে হতাশা আর খারাপ সময় পার করছিলাম। সে হচ্ছে ব্লগার ফারাহ দিবা জামান। আপু তোমার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবনা,আমৃত্য ঋণী হয়ে থাকলাম তোমার কাছে। ভাল থেকো আপু ,আমার এই বয়সকালে এত উৎসাহ আমি কোনদিন কারো কাছ থেকে পাইনি।

এছাড়া এখন ব্লগে থাকি আর যেসব ব্লগারের জন্য তারা হচ্ছে একরামুল হক শামীম,সুলতানা শিরীন সাজি, ইমন জুবায়ের,নষ্টালজিক, শোশমিতা আপু,শায়মা আপু,আরিয়ানা, সায়েম মুন,নাফিজ মুনতাসির, ত্রিশোনকু,সুপান্থ সুরাহী ইসরা০০৭ ,যাযাবর৮১ , আশরাফুল ইসলাম দূর্জয় ,সান্তনু অাহেমদ, স্বদেশ হাসনাইন ,ফিউশন ফাইভ , লেখাজোকা শামীম,মাহী ফ্লোরা, হাসান জোবায়ের,রোকসানা লেইস, নির্বাসন এ একা,শামীম আরা সনি , রাতজাগাপাখি ,মাসুম আহমদ ১৪ , রাষ্ট্রপ্রধান হাসান মাহবুব চেয়ারম্যান০০৭ ,নিলঞ্জন ভাই, টানজিমা,এবং আরও অনেকে এই মূহুর্তে সবার নাম মনে পড়ছে না বলে দুঃখিত। যাই হোক সবার কাছে কৃতজ্ঞ ,যাদের জন্য হাজার কষ্টের মাঝে একটা জায়গায় এসে শান্তি খুজে পাই। মনে হয় একটা পরিবার। সবাই অনেক ভাল থাকুন,শুভ কামনা রইল।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।