আমাদের কথা খুঁজে নিন

   

তৃতীয় মুক্তিযুদ্ধ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলা দেশের স্বাধীনতা ছিল প‌্রথম মুক্তিযুদ্ধ ও বিজয়। কিন্তু ১৯৭৫ সালে হত্যাকান্ডের মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে বাংলাদেশকে পাকিস্তানি আদর্শে সাম্প‌্রদায়িক রাষ্ট্রে পরিণত করার চেষ্টি করে। শাহবাগ প্রজন্ম চত্তরের গণজাগরণ মঞ্চ আন্দোলনের সূচনা করেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। যুদ্ধাপরাধীদের বিচার, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে বাংলাদেশকে পুণরায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সংগ্রামই দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ রাজনৈতিক,অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং দীর্ঘ মেয়াদি।

এরপর আসবে তৃতীয় মুক্তিযুদ্ধ যার লক্ষ্য হবে মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র প্রতিষ্ঠা। মুক্তিযুদ্ধের চেতনার কাঙ্খিত রাষ্ট্রের রূপকাঠামো বিধায়িত হয়েছে ১৯৭২ সালের সংবিধানের ১ম,২য়, ও ৩য় ভাগের অনুচ্ছেদ -৭ থেকে অনুচ্ছেদ -৪৭ এর বিধান সমুহে। এই বিধান সমুহে বর্ণিত রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের সংগ্রাম হবে তৃতীয় মুক্তিযুদ্ধ। তবে তার জন্য প্রয়োজন হবে ১৯৭২ সালের সংবিধানের ৪র্থ, ৫ম, ৬ষ্ট ইত্যাদি ভাগের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমুহের সংশোধন। কারণ সেগুলো মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র প্রতিষ্ঠার অনুপযোগী।

দ্বিতীয় ও তৃতীয় মুক্তিযুদ্ধে বিজয় অর্জন আজ জাতীয় দায়িত্ব। বঙ্গবন্ধুর ঘোষিত " এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"; সেই বিজয়ের মধ্য দিয়েই অর্জিত হবে। জয়বাংলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।