আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা সিটির ভোটার তালিকা হালনাগাদ শুরু ৪ সেপ্টেম্বর

আমি নিজের জন্য ঢাকা উত্তর ও দণি সিটি করপোরেশন এলাকার ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর। এই দিন থেকেই নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহ করতে। এবারে তথ্য সংগ্রহকারীদের সাথে থাকবে বিশেষ পরিচয়পত্র। যা দেখে ভোটাররা তথ্য সংগ্রহকারীদের পরিচয় নিশ্চিত হতে পারবেন। অন্যদিকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠকর্মীদের প্রশিণ শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর।

সকাল ১০টায় উত্তরা রাজউক মডেল কলেজ মিলনায়তনে এ প্রশিণ অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। প্রশিণ শেষে ৪ সেপ্টেম্বর বাড়ি বাড়ি যাবেন তথ্য সংগ্রহকারীরা। এরপরে ১৫ সেপ্টেম্বর থেকে ভোটারদের ছবি তোলার কাজ শুরু করবে ইসি। প্রথমেই উত্তরা ও সবুজবাগ থানায় তথ্য সংগ্রহের কাজ শুরু করবে কমিশন।

৪ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই দুই থানায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে ইসির তথ্য সংগ্রহকারীরা। এই দুই থানায় ছবি তোলা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। এদিকে ১৫ সেপ্টেম্বর থেকে (নির্বাচন কমিশনের অফিস ভিত্তিক) গুলশান, ধানমন্ডি, ডেমরা, মতিঝিল, ক্যান্টনমেন্ট, মিরপুর, লালবাগ, মোহাম্মদপুর, এলাকার ভোটারদের তথ্য সংগ্রহ শুরু হবে। চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর ১ অক্টোবর থেকে এসব এলাকায় ছবি তোলা শুরু হবে।

এছাড়া কোতয়ালী, সূত্রপুর, তেজগাঁও, রমনা, পল্লবী থানা (নির্বাচন কমিশনের অফিস ভিত্তিক) এলাকার ভোটারদের তথ্য সংগ্রহের কাজ ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তবে নির্বাচন কমিশন এসব এলাকার ভোটারদের তোলার কাজ শুরু করবে ৫ অক্টোবর। নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিক এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার দুই সিটি এলাকা অত্যন্ত বড়। ভোটার সংখ্যার বিবেচনায় অন্যান্য সিটি এলাকা থেকে এটি গুরুত্বপূর্ণ বিধায় আগেই এ সিটির কাজ আরম্ভ করা হচ্ছে।

হালনাগাদ কাজ যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয় এজন্য সচিবালয়ের তরফ থেকে কঠোর নজরদারি করা হবে। ইসি জানায়, একই ব্যক্তির দু’ স্থানে ভোটার হওয়ার সুযোগ নেই। তারপরও কেউ তেমন চেষ্টা করলে ক্রস ম্যাচিং-এ তারা ধরা পড়বেন এবং জেল-জরিমানার মুখোমুখি হবেন। এসব বিষয়ে জনগণ সচেতন। তাই দ্বৈত ভোটারের সংখ্যা কম।

ক্রস ম্যাচিং-এ উপজেলাপ্রতি দু’-তিন জনের বেশি দ্বৈত ভোটার পাওয়া যাচ্ছে না। যুক্তিসংগত কারণ দেখিয়ে হালনাগাদের সময় এক এলাকার ভোটার অন্য এলাকায় স্থানান্তর হতে পারবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.