আমাদের কথা খুঁজে নিন

   

দাদুর রসের হাড়ি

(১) দাদু বেড়াতে গিয়ে এক আত্মীয়ের বাসায় উঠলেন । গৃহকর্তাকে জানালেন তিনি একরাত থাকবেন। গৃহকর্তা বললেন,"দুটো ঘর আছে একটাতে খুকুমনি মনি থাকে, আরেকটা খালি । কোনটাতে থাকবেন?" 'খালিটাই দাও'। দাদু বললেন।

হঠাৎ মাঝরাতে দাদু উঠে দেখলেন এক সুন্দরী যুবতী বারান্দায় দাড়িয়ে আছে । দাদু জিজ্ঞেস করলেন ",তোমার নাম কী?" মেয়েটি বললো, 'খুকুমনি আর আপনার নাম? দাদু জবাব দিলেন,'গর্দভ' । আমার নাম গর্দভ । ' (২) নাতি-দাদু, দিদার সাথে তোমার সম্পর্ক কেমন? দাদু-দিনের বেলা খারাপ, রাতের বেলা ভাল? নাতি-তোমাদের সম্পর্ক কি আবহাওয়া দপ্তরের সংবাদের মত নাকি, যে,দিনের বেলা মেঘলা আকাশ, রাতের বেলা পরিস্কার ? দাদু-রাত হলেই কি সবকিছু পরিস্কার হয় রে ভাই? নাতি-তবে? কখন হয়? দাদু- ওই মানে রাতে খাওয়া-দাওয়ার পর। নাতি-বাহ, বেশ ইনটারেস্টিং তো।

খুব মজা হয় তখন? দাদু-মজা নাকি জানি না, তবে তোর দিদা সোজা হয় আর আমি কুঁজো হয়ে উপুড় হই। নাতি-কি রকম, কি রকম, একটু ভেঙে বল না প্লিজ। দাদু- মানে রাতে ভাত খেয়ে বিছানায় গিয়ে বসলেই তোর দিদার বাতের ব্যথাটা চাগাড় দিয়ে ওঠে, আমিও তখন কাশির ধমকে কুঁজো হয়ে পড়ি। (৩) নাতি- দাদু তোমার আর দিদার মধ্যে কি সত্যিই কি তেমন কিছু হয় না? দাদু-হয়রে ভাই হয়, তবে তা পিকনিকের মত। নাতি-ওয়াও কি মজা, তবে পিকনিকের মত মানে? দাদু-বছরে দু-একবার।

(৪) দাদু চল্লিশ বছরের এক মহিলাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন । নাতি বলল,"দাদু,মেয়ে নেশা সর্বনাশা । " আরেকদিন ত্রিশ বছরের মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দাদু । নাতি আবার বলল,"দাদু,মেয়ে নেশা সর্বনাশা । " তার পরেরদিন বিশ বছরের মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দাদু ।

নাতি আবার বলল,"দাদু,মেয়ে নেশা সর্বনাশা । " দাদু বললেন,"সেই জন্যই তো আস্তে আস্তে কমাচ্ছি । (৫) নাতি নিজ রুমে বসে পড়ছে। হঠাৎ চিৎকার করতে করতে দাদু রুম থেকে বেড়িয়ে এলো। 'নাতি আমার তো উইঠা গেলো।

' নাতি কিছুটা বিব্রত এবং কিছুটা আশ্চর্য হয়ে বললো, 'দাদু এ বয়সে!! তাও দাদিকে ছাড়াই!!' ওরে মোর নাতি! কী যে কস না তুই? মোর কী আর সেই বয়স আছে! মুই মোবাইলে অ্যাঙ্গরি বার্ডস খেলতেয়াছি। হাইয়েস্ট স্কোরে আমার নাম উইঠা গেছে! (সংগৃহীত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।