আমাদের কথা খুঁজে নিন

   

আইফোনে ইসলামিক অ্যাপস

এখনতো দেশে স্মার্টফোন ইউজার অনেক, আই ফোন ইউজার ও কম না। আজকে আমি একটি ইসলামিক অ্যাপস আই ফোন ইউজার দের জন্য (ios) নিয়ে একটু জানাতে এসেছি যা ফ্রী এবং অনেক প্রয়োজনীয়, অনেকেরই কাজে লাগতে পারে। যারা ব্যাবহার করবেন তারা উপকৃতই হবেন বলে আশা করছি। MyDuaa apps টি অ্যাপ স্টোরে ফ্রী ডাউনলোড করতে পারবেন। মুলতঃ অ্যাপসটি আমাদের দৈনন্দিন জীবনে যে সব দোআ কাজে লাগতে পারে তার একটি সংকলন।

নামায, হজ থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় দোআ যা অর্থ সহ বুঝে পরতে পারলে আমরা একটি উন্নত ও চমৎকার জীবনের অধিকারী হতে পারি। শুধু তাই না এতে আছে English Translation ও অত্যন্ত চমৎকার উচ্চারণে দুয়া গুলো শুনতে পারার অপশন। প্রত্যেক টি দোআর সাথে reference ও দেয়া আছে। অ্যাপসটির ইউজার ইন্তারফেজ খুবই চমৎকার। ইউজার ইন্টারফেজ কাস্টমাইজ করার অপশন ও আছে এতে।

আপনি ফেভারিট করে রাখতে পারেন আপনার প্রিয় বা অতি প্রয়োজনীয় দোআ গুলো। আরও চমৎকার ব্যাপার হলো যে আপনি সরাসরি অ্যাপসটি থেকে ফেসবুকে পোস্ট/ শেয়ার করতে পারবেন, বা আইফোন থেকে মেসেজ বা মেইল করতে পারবেন যে কাউকে। বাসে বসে আছেন অথবা অপেক্ষা করছেন কারো জন্য কিংবা ঘুমুতে যাবার আগে বা কোন কিছুই না হয়তো একটু চোখ বুলিয়ে নিতে পারেন নামাজের প্রয়োজনীয় দোআ গুলোর অর্থ জেনে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.