আমাদের কথা খুঁজে নিন

   

এবারে আইফোনে ভবিষ্যৎ বক্তা অক্টোপাস !!!

আগামীর স্বপ্নে বিভোর...

এবারের বিশ্বকাপ আসরের শেষদিকে ফুটবল ছাড়াও অন্যতম আলোচনার বিষয়বস্তু ছিলো ‘পল’ নামের অক্টোপাসটি, যে ৮টি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলো। জানা গেছে, এবারে এই অক্টোপাসটিকে নিয়ে আইফোন অ্যাপ্লিকেশনও তৈরি হলো। খবর ম্যাশএবল ডটকম-এর। জানা গেছে, ইউটাচল্যাবস নামের একটি কোম্পানি আইওএস ৪ প্লাটফর্মের জন্য ‘আস্ক দ্যা অক্টোপাস’ নামের এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। ম্যাশএবল জানিয়েছে, খুব সাধারণ একটি গেমের মতোই আস্ক দ্যা অক্টোপাস অ্যাপ্লিকেশনটি চালু করলে যে কোনো দুইটি চয়েস দিতে বলা হবে। এই দু’টি চয়েস দেয়ার পর অক্টোপাসটি কিছুক্ষণ চিন্তা-ভাবনা করে পলের মতোই দুইটি বাক্সের যে কোনো একটির উপর বসে পড়ে। এভাবেই পলের অনুকরণে ভবিষ্যদ্বাণী করে আস্ক দ্যা অক্টোপাসের অ্যানিমেটেড অক্টোপাসটি। তবে পলের মতো রহস্যজনক কোনো শক্তি না থাকলেও ছোট এই অ্যাপ্লিকেশনটি গেম হিসেবে বেশ মজাদার বলেই জানিয়েছে ম্যাশএবল। আইপ্যাডের জন্য আলাদা কোনো সংস্করণ না থাকলেও আইপ্যাড, আইপড, আইপড টাচ ও আইফোন ৪-এ এই অ্যাপ্লিকেশনটি চালানো যাবে। খবরটা এখান থেকে প্রাপ্ত


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.