আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন জলসীমার মধ্যে রাশিয়ান সাবমেরিন - ওয়াশিংটনের জন্য একটি শিক্ষা

গত জুন-জুলাই মাসে মেক্সিকো উপসাগরে রাশিয়া নির্মিত Akula ক্লাস সাবমেরিন(এটাকিং রণতরী যা লং রেন্জ ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম) তাদের মার্কিন উপকূল পর্যবেক্ষণের প্রশিক্ষন টহল শেষে নিরাপদে ফিরে যায়। আর্শ্চযের বিষয় যে পুরো একমাস ব্যাপি এই টহল মার্কিন উপগ্রহ বা তাদের যাবতীয় হাইড্রো-একুইস্টিক সেন্সর এটি স্পটে ব্যর্থ হয়েছে। শুধু ফেরত যাবার সময় মার্কিন নৌবাহিনী এটি ডিটেক্ট করতে সক্ষম হয়। আন্তর্জাতিক আইন এবং অন্য কোন রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন ছাড়াই এই টহলে রাশিয়ান নেভি বেশ কিছু ট্যাকটিকাল এবং স্ট্রেটেজিক উদ্দেশ্য হাসিল করে। তা হল ১।

এধরনের কাজে রাশিয়ান নেভি একটি সফল ক্রু প্রশিক্ষণ মিশন সম্পন্ন হয়েছে। ২। রাশিয়ান সামরিক বাহিনী মার্কিন সাবমেরিনের গাল্ফ অঞ্চলে চলাচল এবং জাহাজের রুট সম্পর্কে তথ্য পেয়েছে। ৩। রাশিয়া এটা প্রমান করেছে যে মার্কিনীদের একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তা সিস্টেম বলে কিছু নেই।

রাশিয়ান সামরিক বিশেষজ্ঞরা যখন এই সফল মিশনের জন্য একে অপরের অভিনন্দনে ব্যস্ত তখন মার্কিনরা শংকিত তাদের অক্ষমতা নিয়ে। Akula একটি রাশিয়ান মাল্টি-পারপাস সাবমেরিন যা উচ্চ স্তরের স্টিলথ প্রযুক্তি দ্বারা নির্মিত। রাশিয়া এই শ্রেণীর ১৫ টি সাবমেরিন বানিয়েছে এবং ভারতকে দিয়েছে একটা। ভারতীয় সাবমেরিনটার নাম আইএনএস চক্র যা ২০০৯ সালে ১০ বছরের জন্য লিজ দেয়া হয়েছে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.