আমাদের কথা খুঁজে নিন

   

"আনন্দের খোজেঁ"

"আনন্দের খোজেঁ" আনন্দ, তোমায় পাবো কোথায় বল? যুগলের ললাট ছুয়েঁ বৃষ্টির পানি পড়ার দৃশ্যে, নাকি কোন অপরিচিতার অপ্রত্যাশিত মুচকি হাসিতে, কিংবা সেই লগ্নে, মুষলধারে বৃষ্টিতে ঝিনুর কাক ভেজা সাজে, নাকি বৃষ্টি থেকে রক্ষায় কোন পথিকের ছুঁটে চলায় ? আনন্দ, তোমায় পাবো কোথায় বল? সোনালি ফসল দেখা কোন কৃষকরে তৃপ্ত চোখে, কিংবা হঠাৎ বৃষ্টিতে কোন পরিশ্রান্তের তৃপ্ত হওয়াতে, নাকি কারো প্রতীক্ষায়, কবিতা লেখার লগ্নে, কিংবা প্রিয়তমার সাথে কোন জোৎস্না উদযাপনে ? আনন্দ, তোমায় পাবো কোথায় বল? বৃষ্টি শেষে আবার যান্ত্রিক নগরীর ব্যস্ততায়, নাকি প্রিয়তমাকে বিদায় পত্র লিখায়, কিংবা কোন হতভাগার উল্লাসে ফেটে পড়ার চিত্রে, নতুবা যুগলের সমুদ্র বিলাসে ? আনন্দ, আসলে কোথা তোমার নিবাস, তুমি কি বাস্তবিকই আনন্দ, আদৌ কি অধরা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।