আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে ব্লগে আনন্দের ঢেউ ,যেন প্রলম্বিত সংগমের শেষে আনন্দের খিস্তি খেউর।

চাই। স্যরি এভরিবডি মাইন্ড খাইয়েন না ,এলার্জি থাকলে ঢুইকেন না ইহা একটি স্যাটায়ার মুলক পোষ্ট। লেখার শুরুতেই শিরোনামে কিন্চিত নাচিজ শব্দ আসিয়াছে তবে ইহা আমি প্রথম লিখিনাই, এর আগে জনৈক বুদ্ধিজিবীর লিখা হিতে সংকলন করা হইয়াছে । গত কয়েকদিন হইতে একজন বুড়া মিঞার গ্রেফতারে সারা দেশে আন্দের ঢেউ খেলিয়া যাইতেছে, কোথাও আবার ক্রন্দনের আসর বসিয়াছে । দুরদর্শন মাধ্যম গুলো তাহাদের প্যাচালের শো'' এর পসরা সাজাইয়া বিজ্ঞাপনের হাট খুলিয়াছে ,খবরে কাগজ গুলিতেও যেন খবরের বিপ্লব ঘটিয়া গিয়াছে ।

মনে হইতেছে যেন দেশে প্রথম কয়েদখানা খোলা হইয়াছে এবং ইহার উদ্বোধন করা হইয়াছে । ব্লগে ব্লগে পোষ্ট এর পরে পোষ্ট আসিতেছে কেউ কেউ আবার প্রথম পাতায় লটকাইয়া দিয়াছে , কোন কোন পোষ্টে গিয়া মনে হইলো যেন সত্যি ""প্রলম্বিত সংগমের শেষে আনন্দের খিস্তি খেউর'' চলিতেছে। মিষ্টির ছবিতে ভরিয়া গেছে কমেন্টের ঘর' মনে হইলো বাজারের সকল মিষ্টি ডিজিটাল হইয়া আন্তর্জালে ঢুকিয়া গিয়াছে ,দু একটা চাটিয়া দেখিতে গিয়াছিলাম কি কহিবো কষ্টের কথা কে বা কাহারা যেন সেই গুলী আগেই চাটিয়া দুর্গন্ধ বানাইয়া ছাড়িয়াছে। বড়ই কষ্ট পাইলাম আমাদের দেশের মিষ্টির ডিজিটাল দুর্দশা দেখিয়া। যাউক সেই সব, এবার আসিতেছি দেশে ও ভিনদেশে ইহার কারনে কি কি ঘটিয়াছেঃ বাংলাদেশের এমন এক ঐতিহাসিক বিজয়ে দেশের ভিতরে ও ভিনদেশে ইহার ব্যাপক প্রভাব লক্ষ করা গিয়াছে ,বিশেষ ভাবে যাঁহারা অক্লান্ত পরিশ্রম করিয়া এই ব্যাপারটিকে সম্ভবপর করিলেন তাঁহাদের অনেকেই আনন্দে আত্নহারা হইয়া তাহাদের রক্তচাপ বাড়িয়া গিয়া হৃদযন্ত্রে গোলমালের দেখা দেওয়াতে চিকিৎসকগন তাহাদের কে বিশ্রামে থাকিয়া সাবধানে চলাফেরা করিতে বলিয়াছেন।

হাওয়ায় ভাসা খবরে জানা গিয়াছে বিচার কার্জ্য , তদন্ত কারি দলের সকল সদস্যদের কে , দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারাধিদের বিচারের জন্য গঠিতব্য বিশেষ আদালাতে স্থায়িভাবে নিয়োগ দেওয়া হইবে ,তদন্তকারি দলটাকে জার্মানি পাঠাইয়া দেওয়া হইবে যাহাতে তাঁহারা অল্পসময়ের মধ্যেই, হিটলারের যাবতিয় অপকর্মের তালীকা বানাইতে পারেন । নভেল কমিটি তাহাদের এবারে কোটা শেষ হইয়া যাওয়াতে এমন কর্মের জন্য একটি নতুন শাখা খুলিয়া বিশেষ অধিবেশনের মাধ্যমে তাঁহাদের হাতে একটি বিশেষ নভেল তুলিয়া দেওয়ার ব্যাপারে ব্যাপক চিন্তা ভাবনা করিতেছেন। সর্বাধিক প্রতিক্রিয়া দেখা গিয়াছে ভারত ও পাকিস্তানে । পাকিস্তানের রাজনৈতিক অবস্থার উত্থাল পাথাল সৃষ্টি হইয়াছে সামালাইতে গিয়া তাহাদের সেনা প্রধান হুংকার ছাড়িয়াছেন । ভারত চির প্রতীবেশি দেশের এমন খোশ খবরে বন্ধুত্বের নিদর্শন স্বরুপ, সকল বাঁধের গেট খুলিয়া দিয়াছে যাহাতে শুষ্ক মৌসুমে বিনাসেচেই ইরি চাষে বিপ্লব করিতে পারে বাংলাদেশ, কৃষিকর্মী গন ব্যাপক ফলনের আশাবাদ ব্যক্ত করিয়াছেন ।

আরো জানা গিয়াছে তাহারা টিপাইমুখে বাঁধ দেওয়া হইতে সরিয়া আসিবার জোর চিন্তা ভাবনা করিতেছে ,সেই সাথে সিমান্তের কাঁটা তারের বেড়া গুলিও উঠাইয়া ফেলিবার সিদ্ধান্ত গ্রহন করিয়াছেন ,হাওয়ায় ভাসিতেছে ভারতিয় গোয়েন্দা সংস্থাও তাহাদের ভালোবাসার নজির দেখাইতে বংগদেশ হইতে পাট চুকাইয়া চলিয়া যাইবার চিন্তা করিতেছে। সেই মার্কিন মুল্লুক বসিয়া নাই তাহারা আমাদের দেশে তাহাদের দেশের ঐতিহাসিকদের পাঠাইবার জন্য পরিকল্পনা লইতেছে যাহাতে তাহারা পরিপক্কতা অর্জন করিতে পারে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.