আমাদের কথা খুঁজে নিন

   

★ক্যামেরা গাইড★ কতো মেগাপিক্সেলের ক্যামেরা দরকার আপনার?

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com Nikon Coolpix S570 - Red ডিজিটাল ক্যামেরার মেগাপিক্সেল নিয়ে বিভ্রান্তির শেষ নেই। অনেকের দৃঢ় বিশ্বাস মেগাপিক্সেলের উপরই ছবির গুণগতমান (কোয়ালিটি) নির্ভর করে। ক্যামেরার মেগাপিক্সেল যতো বেশি হবে, ছবির কোয়ালিটি ততো ভালো হবে- এই বিশ্বাস নিয়ে দিনযাপন করছেন অধিকাংশ মানুষ। অপ্রিয় হলেও সত্য, এই মানদণ্ড সঠিক নয়। এখন যদি আপনি কোন ক্যামেরা কম্পানির চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অত্যধিক মেগাপিক্সেলের ক্যামেরা কিনতে ছুটেন, আমি আপনাকে একটু দাঁড়াতে বলবো।

ধরে নিলাম আপনি একজন সাধারণ ক্যামেরা ব্যবহারকারী বা অপেশাদার ফটোগ্রাফার। কতো মেগাপিক্সেলের ক্যামেরা কিনবেন স্যার? আপনার জবাব হতে পারে, 'আমার ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা আছে। ১২ মেগাপিক্সেল ক্যামেরার একটি বিজ্ঞাপন দেখলাম। মডেল কন্যাটা যা সুন্দর ছিল-না! আই মিন, ওটা কিনব ভাবছি। ' আপনার তোলা ছবিগুলো কি করেন জিজ্ঞেস করলে আপনি হয়তো বলবেন, 'ছবির জন্য হার্ডডিস্কে আলাদা একটি ড্রাইভ রেখেছি, Flickr -এ একটি অ্যাকাউন্ট আছে, ফেসবুকে আপলোড করা তো চলছেই!' ছবি প্রিন্ট করেন না? 'এ ডিজিটালের যুগে ফটো প্রিন্ট খুব কম করা হয়।

আজকাল এতো ছবি তোলা হয়, সবাই পিসিতে বা ফেবুতেই ছবি দেখে। ডিজিটাল অ্যালবামের ব্যাপারটা তো আছেই। ' বুঝলাম আপনার কথা। এখন আমাকে বুঝান তো দেখি, ছবি তেমন একটা প্রিন্ট যদি নাই করেন- বেশি মেগাপিক্সেলের পেছনে দৌড়ুচ্ছেন কেন? আরে ভাই মেগাপিক্সেলের আসল সম্পর্কটাই তো ছবি প্রিন্টের সাথে! মেগাপিক্সেলই নির্ধারণ করে দ্যায় আপনার তোলা ছবিটি সর্বোচ্চ কতো বড় করে প্রিন্ট করা যাবে। Canon PowerShot A1200 যেহেতু আপনি পেশাদার নন, ৮X১০" সাইজের চেয়ে বড় ছবি প্রিন্ট করেন না- তবে তো ৫ মেগাপিক্সেলের ক্যামেরাই আপনার জন্য যথেষ্ট! আসলে যথেষ্টের চেয়ে বেশি! ৫ মেগাপিক্সেল ক্যামেরার ছবি আপনি ১১X১৪" সাইজে প্রিন্ট করতে পারবেন।

৮X১০" সাইজের ছবি ৪ মেগাপিক্সেলেই সম্ভব। আপনি যদি ১৩X১৯" সাইজের ফটো প্রিন্ট করতে চান, ৬ মেগাপিক্সেলের ক্যামেরাতেই আপনার চলবে। মনে হচ্ছে কথাটা আপনার হজম করতে একটু কষ্ট হচ্ছে। হাজার হোক, এদ্দিন ভেবেছিলেন এটা শুধু ১০ মেগাপিক্সেলের ক্যামেরাতেই সম্ভব! হয়তো বলতে পারেন, ১০/১২/১৬ মেগাপিক্সেল ক্যামেরার কাজ কি তাহলে? আসলে ১০ মেগাপিক্সেল ও ঊর্ধ্বের ক্যামেরাগুলো প্রয়োজন পেশাদার ফটোগ্রাফারদের। যারা নিয়মিত পোস্টার সাইজ (২৪X৩৬" ও ঊর্ধ্বে) ছবি প্রিন্ট করেন।

আপনি যদি তাদের একজন হন, তবে তো আর কথা নেই। কিন্তু যে মানুষটি পোস্টার সাইজ ছবি প্রিন্ট করেন না বা ছবির ব্যবহার সর্বোচ্চ ১৩X১৯" প্রিন্ট ও ডিজিটাল মাধ্যমে সীমাবদ্ধ, তার জন্য ৬ মেগাপিক্সেলের ক্যামেরাই যথেষ্ট। অপ্রয়োজনীয় মেগাপিক্সেলে অযথা অর্থ অপচয় করে কাজ কি? বরঞ্চ ৬ মে.পি. ক্যামেরার সঙ্গে একটি ভালো ট্রাইপড কিনুন, কাজে দিবে। অন্যদিকে যারা অ্যামেচার ফটোগ্রাফার বা ভবিষ্যতে পেশাদার হওয়ার ইচ্ছে আছে, ৮ MP (১৬X২০" প্রিন্ট) তাদের জন্য যুতসই। বলা বাহুল্য, মেগাপিক্সেলের গুরুত্ব অবশ্যই আছে।

কিন্তু মেগাপিক্সেলই সব বা প্রধান নয়। ছবির কোয়ালিটি আরও অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন: ক্যামেরার লেন্স কোয়ালিটি, সেন্সর সাইজ, আলোর ব্যবহার, ব্যবহারকারীর ফোটোগ্রাফিক সেন্স ইত্যাদি। Panasonic Lumix DMC-SZ7 বাড়তি টিপস: এটা সত্য যে এখন MP-র প্রাইস কমে এসেছে। আপনার প্রয়োজন যদি হয় ৬ MP, আপনার সামর্থে থাকলে আপনি ৮ MP কিনতেই পারেন।

কিন্তু যিনি ৬ MP নিচ্ছেন, তার মন খারাপের কিছু নেই। কারণ এতেই তার প্রয়োজন মিটছে। ক্যামেরা কিনতে গিয়ে শুধু MP দেখলেই চলবে না অন্যান্য ফিচারগুলোও পরখ করে দেখুন। ভালো ব্র্যান্ড ও সিরিজের ক্যামেরা কিনুন, যেমন: Nikon Coolpix, Canon PowerShot, Panasonic Lumix, Sony Cyber-shot, Samsung। তাছাড়া নিজেই যদি ফটো প্রিন্ট করতে চান, কিনতে পারেন Epson ব্র্যান্ডের ফটো প্রিন্টার ও পেপার।

_______ ☛ প্রার্থনা ঘরে সশস্ত্র RAB! Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.