আমাদের কথা খুঁজে নিন

   

মিথ্যা মামলা কেন হয় ? এবং কিভাবে এর থেকে বাচা যায় ?

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । কোর্টে আজকাল নাকি অনেক মামলা হচ্ছে ! সেই সব মামলায় ৯০% আসামীই নাকি বেকসুর খালাস পায় । মাঝখানে চলে শুধূমাত্র এক পক্ষকে আরেক পক্ষের হয়রানি ! যদি ও শেষমেষ দুপক্ষই ভুল বুঝতে পারে.... যদিও একই ভুল লোকে বারবার করে...এইডা একটা বিচিত্র ব্যাপার ! কেন করে তা ভাবতে গিয়ে মোটামুটি যা পেলাম, তা নিন্মরুপ : দুই পক্ষ ঝগড়া করেছে । এখন তৃতীয় পক্ষের কাছে আলাদা-আলাদা ভাবে এর সমাধান খোজার জন্যে গেল । তো তৃতীয় পক্ষ কি করতে পারে ? সমাধানের চেষ্ঠা ? এখন বিচার করতে গেলে’ত রায় এক পক্ষের বিরুদ্ধে যাবেই ! যদি দুই পক্ষের মধ্যে রায় যে পক্ষের বিরুদ্ধে গেল সে যদি তৃতীয় পক্ষ বা বিচারকের বিরুদ্ধেই মিথ্যা মামলা করে বসে ? এই সব চিন্তা করেই... আজকাল কেউ সমাধানের চেষ্ঠা না করে, দু-পক্ষকেই মামলা-মোকদ্দমা করার পরামর্শ দেয় ! বলেন’ত কার আর খেয়ে-দেয়ে কোন কাজ নেই যে সে সমাধানের চেষ্ঠা করতে গিয়ে নিজে উল্টো মামলা খেয়ে বসবে ! এর চেয়ে ভালো যে যেই দুপক্ষ ঝগড়া করছে তারা কোর্টে গিয়েই সমস্যার একটা বিহিত করুক ।

বিস্ময়কর হলেও সত্য যে এভাবেই চলছে আমাদের সমাজ । এর থেকে পরিত্রানের কি আসলেই কোন উপায় নেই ! নিজেরাই যদি নিজেদের সমাজকে কলুষমুক্ত রাখতে না পারি তাহলে আর বেচে থেকে কি লাভ ! মাঝে মাঝে অসম্ভব হতাশা লাভ করে, মনে হয় আত্নহত্যা করি ! পরক্ষনেই আবার ভাবি , কেনইবা নিজেকে শেষ করে সমস্যা থেকে পালাবো ! বরং সমস্যার সাথে লড়েইবা কেন জীবন দেই না ! তাই, ভাবছি নিজেদের অভ্যন্তরীন সমাজ ব্যবস্থাকে আরো শৃংখলার ভিতরে নিয়ে আসতে হবে । একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে করে নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারি । এ কাজের জন্যে সবচেয়ে আদর্শ হয় মসজিদ, সপ্তাহে একদিনের জন্যে হলেও লোকে মসজিদে আসে । মনে করি, মসজিদের ইমাম সাহেব নেতৃত্ব দিতে জানলে অধিকাংশ সমস্যারই সমাধান করা যাবে ।

কিন্তু হায় ! আমাদের মোল্লাদের যা অবস্থা ! তারা সমস্যার সমাধান না করে শুধু নতুন নতুন প্যাচ বাধাতে উস্তাদ । এসব চিন্তা করলে আবার মাথাটা খারাপ হয়ে যায় ! কি যে করব , কিছু বুঝে উঠতে পারছিনা ! কারো কাছে সমাধান থাকলে দয়া করে আমাদের জানান , এতে বড়ই উপকৃত বোধ করব । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.