আমাদের কথা খুঁজে নিন

   

দেখে নিন এবার ভিতরের রুপ!!! -১ম পর্ব

যারা এয়ারপোর্ট এলাকা বা এর আশে পাশে থাকেন বা ঘুরাঘুরি করেন আর দৃষ্টিশক্তি যদি ভাল থাকে তারা প্রায়ই আকাশে উড্ডায়মান বিমানের দিকে তাকিয়ে থাকতে থাকতে কোন এয়ারক্রাফট কোন এয়ারলাইন্সের তা নিয়ে মোটামুটি ওয়াকিবহাল হয়ে পরেন। আমি উত্তরা থাকি, প্রায়ই এয়ারপোর্ট এর আশেপাশে যাওয়ায় অনেক এয়ারক্রাফট ই আইডেন্টিফাই করতে পারি। আর নিকুঞ্জ তে এক বছর পড়তে যাওয়ার সময়টাতে অবসরে আমার প্রিয় কাজ ই ছিল নতুন নিকুঞ্জ-১(যেখানে সব বাড়ি উর্ধে ৩০ফিট বাধ্যতামূলক)এ হাটাহাটি করা। এই সময়ে আমি তো একদম প্লেনের জানালাগুলাও দেখতে পেতাম। এখন উত্তরা কি বনানী থেকে প্লেন উড়তে দেখলে অধিকাংশ এয়ারলাইনার কেই আইডেন্টিফাই করতে পারি।

কিন্তু এই প্লেনগুলোর ভিতরের দৃশ্য কেমন?কেমনই বা কেবিনের সাজসজ্জা? বিমানে না চড়ে এর আইডিয়া কিন্তু খুব কম মানুষেরই আছে। তাই চলুন এবার দেখে নেওয়া যাক কিছু অতি পরিচিত বিমান সংস্থার কেবিন ইন্টেরিওর। ১। কিংফিশার এয়ারলাইন্স(ইন্ডিয়া) ২। এয়ার কানাডা ৩।

লুফথানসা(জার্মানি) ৪। অল নিপ্পন এয়ারলাইন্স(জাপান) ৫। কান্টাস এয়ার(অস্ট্রেলিয়া) ৬। কাতার এয়ারওয়েজ ৭। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ(হংকং) ৮।

বৃটিশ এয়ারওইয়েজ ৯। টার্কিশ এয়ারলাইন্স ১০। সিঙ্গাপুর ইন্টারন্যাশন্যাল এয়ারলাইন্স সবশেষে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.