আমাদের কথা খুঁজে নিন

   

ঘটনার পুনরাবৃত্তি! দেখে দেখে শেখা নাতো....................?

ভালো লাগে নীল আকাশ,পূর্ণিমার চাঁদ । ভালো লাগে বন্ধু আর বন্ধুত্বের হাত । ।

একি! কান্ড ঘটে যাচ্ছে আমাদের দেশে? কয়েকদিন আগে নিউজপেপার খুললেই দেখা যেত মায়ের হাতে শিশু খুন (পরকীয়া কে কেন্দ্র করে)। ঐ সময়কালীন সময়ে প্রতিদিন পেপার খুললেই দেখা যেত একই ঘটনা ঘটেই চলছিল।

আর এখন চলতেছে ইভটিজিং নামক ঘাতকের নানা কর্মকান্ড। আর এই ঘটনাকে কেন্দ্র করে মিডিয়াতে লেখালেখির শেষ নেই। আমার মনে হয় মিডিয়াতে এরকম দুঃসহনীয় ঘটানা প্রচার করা মানেই দেশ বিদেশের মানুষকে অবহিত করার পাশাপাশি অন্য দুষ্টাচারীদের কৌশলটা শিখিয়ে দেওয়া। একটা উদাহরণ টানা যাক... ছোটবেলার বাংলা সিনেমায় কোন একটা ছায়াছবিতে দেখেছিলাম যে শত্রুতার রেষ ধরে ভিলেন পক্ষের ভাড়া করা উকিল বইয়ের ভিতরের পৃষ্ঠাগুলোর কিছু অংশ কে কেটে গর্ত বানিয়ে সেখানে বোমা ঢুকিয়ে রেখেছিল জর্জ সাহেবকে ছুঁড়ে মারার জন্য। যার বাস্তব রুপ নিয়েছিল ২০০৫ সালের দিকে।

যেটা ঘটনা টা কারো অজানা নয়। তো এখানে আমার প্রশ্ন এই যে,মিডিয়া যে খবর গুলো জনসমক্ষে প্রকাশ করতেছে সেটা প্রচার নাকি অপপ্রচার?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.