আমাদের কথা খুঁজে নিন

   

মহাকর্ষ সূত্র ভার্সেস "পূর্বপুরুষ দাদা"

এখানে যে কি থাকবে তা নিজেই জানি না। 'জানিস মহাকর্ষ সূত্র নিউটনের আগে আমার"পূর্বপুরুষ দাদা" এক আবিষ্কার করতে পারতেন । 'করলেন না কেন ?' 'সেদিন বিকেলে সে একটা কাঁঠাল বাগানে বসে ছিল । এক্ষেত্রে সেটা তার সামনে পড়েনি । পড়েছে মাথার উপর ।

সে কি চিন্তা করবে , তার আগেই পুরো পরিবার চিন্তিত হয়ে পড়ে । ' 'ও ! অতি দুঃখের কথা । কিন্তু আমার "পূর্বপুরুষ দাদা" সেই সূত্র নিউটনের আগেই আবিষ্কার করে রেখেছিলেন । কিন্তু প্রচার পাননি । ' 'জানলি কিভাবে আসলেই আবিষ্কার করেছিলেন ?' 'দেখ্, কোন জিনিস উপরে না গিয়ে নিচে পড়ে কেন ? এরকারণ হল নিউটন ।

কিন্তু তার সূত্র, জানামতে যদি তার আগে কেউ আবিষ্কারি করে না থাকেন , তাহলে তার সামনে আপেলটা পড়ল কেন ? উপরে গেল না কেন ?' 'কেন ?' 'কারণ তার আগেই আমার দাদা সূত্রটা আবিষ্কার করে ফেলেছিলেন । ' 'তবে রে ! এবার তুই গেছিস । ' 'কেন ?' 'তোর সেই দাদাই তাহলে আমার দাদাকে মেরে ফেলেছে । ' 'কিভাবে ?' 'তোর দাদা আবিষ্কার করলেন বলেই তো কাঁঠালটা উপরে না গিয়ে তার চাঁদিতে এসে পড়ল । ' ---'পালা !' (আমার লেখা বিভিন্ন ধাপের হবে ।

সেই অনুযায়ী আমি বিভাগ তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভাগ থেকে ঘুরে আসতে পারেন । যেমনঃ মজার তথ্য উল্টাপাল্টা জানাতে চাই হাসির গল্প আবেগের গল্প ধন্যবাদ । ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।