আমাদের কথা খুঁজে নিন

   

আবাল আবেগ............

সব কিছুতেই স্বচ্ছতা চাই। সাধারনত আমি কারো আবেগের প্রকাশের পক্ষে নই। তবে আবেগ যে একটা আবাল ব্যাপার স্যাপার এইটা বুঝার পর থেইক্কা আবেগের মুল্য ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক কইম্যা গেছে। একটা সময় আমিও আবেগে আবেগান্বিত হইয়া পরছিলাম। তখন একজন আমারে তার ডায়রীর আবেগ ভরা কিছু লেখা আমারে দিয়া দিছিলো।

যেহেতু আমারে দিয়া দিছে তাই ওই লেখার মালিক এখন আমি। এতদিন এই লেখাগুলো ভয়ে পড়তাম্না। যদি এইলেখা পইড়া আবার ফাইস্যা যাই। কিন্তু কাল রাতে পড়ার পর মনে হয়লো নাহ, এখন আমি অনেক শক্ত হইয়া গেছি ( উলটাপালটা কিছু ভাইবেননা ) তবে ছুডোকালের প্রেমের একটা মজা আছে। আমি এখন ওই মাইয়াডারে একটুও ফিল করিনা কিন্তু স্মৃতি গুলো মনে করতে বেশ ভালোয় লাগে।

নিম্নে ঐ আবাল আবেগের ডায়রীর কিছু কথা দিলা্ম। সময় থাকলে পড়তে পারেন। " ১৯শে মার্চ, বুধবার ১২.৩০এ.এম..... আমি তোমাকে অনেক ভালবাসি, অনেক। তুমি আমায় ছেড়ে যেয়োনা। জানো এখন অনেক বৃষ্টি হবে।

আমি ভিজবো। তুমি ভিজবে আমার সাথে। এই জানো আমি না এখন লাইট পোস্টের আলোতে বৃষ্টি দেখবো। এটা আমার ভীষন ভাল লাগে। কিন্তু আমার জীবন থেকে না অনেক ভালোলাগা গুলোই হারিয়ে গেছে।

এই আসো না ভিজি। আসো না...... চোখ বন্ধ কর........ কি কর...... যা....... মনটা এম্নিতেই খারাপ আরো খারাপ হয়ে গেলো। জানো লাইটপোস্টের আলোটা নিভে গেছে। এই একটা কথা খুব চিতকার করে বলতে ইচ্ছে করতেছে। কি জানো? 'আমি তোমাকে ভালোবাসি।

' " দেখছিননি ভাই, কেমন আবাল মার্কা আবেগ। আজ আর লিখতে মন চাইতাছেনা। পরে ইচ্ছা হইলে আবার লেখমু নি। আপনারা কেউ কিন্তু আবার আমারে ভুল বুইঝেননা। বিখ্যাত লোকজন মইরা গেলে দেখেননা তাগোর ব্যাক্তিগত জ্বিনিস লইয়া কি পরিমান হেচরা হেচরি সৃষ্টি হয়।

মনে করেন যদি আমি কুনুদিন বিখ্যাত হইয়া যাই তাইলে তু আমার এইগুলান নিয়াও টানাটানি পইড়া যায়বো। তাই আগে থেইক্কায় পাব্লিশ কইরা ফালাইলাম আরকি । আর সবাইরে আবারো বলি এইসব আবাল মার্কা আবেগের ফান্দে পইরেননা। ওই মাইয়াটা কিন্তু এখন আরেকজনের কান্ধে মাথা রাইখা ঘুরে। আমি এইটাতে কিচ্ছু মনে করিনা।

মাইয়ার নিজের মাথা যার কান্ধে ইচ্ছা তার কান্ধেই রাখতে পারে। কিন্তু এইসব বালছাল আবেগ না দেখানোয় ভালো। উতসর্গঃ হলিক্রস পড়ুয়া মাইয়াডারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।