আমাদের কথা খুঁজে নিন

   

আবাল সম্পাদক এবং আবাল কবি



Click This Link দীর্ঘদিন আগে মিতুল দত্ত একটি লিংক দিয়েছিলো। কলকতার একটি আই পত্রিকা। তারপর মাঝে মধ্যেই সেখানে গিয়ে ঢুঁ মারি। সম্প্র্রতি সেই পত্রিকাটির নতুন সংখ্যায় একটি কবিতার শিরোনাম দেখলাম আবাল সিদ্দিকী। বিস্মিত হয়ে ভাবি তাহলে বাংলা সাহিত্যের অঙ্গনে এখন আবালদেরই জয়জয়কার? কিন্তু আমি ভেবে পাই না কে এই সিদ্দিকী? পশ্চিম বাংলায় কি কোনো সিদ্দিকী টাইপের লেখক আছে? আমার জানা মতে নেই।

আপনারা কেউ জানলে অবশ্যই দয়া করে জানাবেন। তবে আমার ধারণা এটি আমাদের বাংলাদেশের তানভির সিদ্দিকী অথবা আশরাফ সিদ্দিকীকে কটাক্ষ করা হয়েছে। কিন্তু সাম্প্র্রতিক কালে ওরা দুজন এমন কোনো বিতর্কের জন্ম দিয়েছেন বলে জানা নেই যে, পশ্চিম বাংলার কিছু আবাল তা নিয়ে মাতামাতি করতে পারে। তবে যাই হোক, এটি সাহিত্যের জন্য খুবই শুভলক্ষণ যে, আবাল কবি কবিতা লিখবে আর আবাল সম্পাদক তা পত্রিকায় ছাপবে। এবং কিছু আবাল পাঠকও তা নিয়ে আবৃত্তি করতে মঞ্চে উঠবে।

এই যদি হয় সাহিত্যের বর্তমান হাল তাহলে বুঝতে হবে এখন সব কিছুই মূর্খদের অধিকারে চলে গেছে। সেই আবাল সম্পাদকটির বোঝা উচিত ছিলো যে, এমন ধরনের শিরোনাম অন্তত সাহিত্যে ব্যবহার হতে পারে না। তাহলে অনেক আগেই কবিরা তাদের কাব্যগ্রন্থের নাম রাখতেন, মাংগিরপুত, হালারপুত, চুদিরভাই ইত্যাদি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।