আমাদের কথা খুঁজে নিন

   

আজকে কি মনে কইরা ব্লগে আসলাম, কে জানে?? বিরাট মজা পাইতাসি পড়তে পড়তে!!!

"ছেঁড়া জিন্স পড়া শকুনের দল হামলে পড়বে তোমার দেহ-মন্দিরে অপবিত্র করবে তোমায়- অবশেষে ছুঁড়ে ফেলবে সিগারেটের শুণ্য প্যাকেটের মত অথচ যেখানে আমি পুঁজো দিতে পারতাম সারাটা জীবন....." কেমনে কেমনে জানি ঘুরতে ঘুরতে তন্ময় ফেরদৌস ভাইয়ের ব্লগে ঢুইকা পড়লাম। ঢুইকাই পাইলাম এই পোস্ট.. আসুন সবাই মিলে একটা রিপোর্ট বানাই, একটা তথ্যভান্ডার গড়ে তুলি বাংলা ব্লগস্ফিয়ার নিয়ে। সকল ব্লগারের দৃষ্টি আকর্ষন করছি...। তারপর শুধুই পড়তাসি আর পরতাসি.. ২৯ নাম্বার কমেন্ট থেকে ইসটারট.. সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্ট কোনগুলো??? আসুন দেখি। সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট কোনগুলো?? সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট তারপরই পাইলাম ৪০ নং কমেন্ট.. মাইকেল হেহেদীর সর্বোচ্চ মাইনাচ রেকর্ড ভঙ্গ করে আলেকজান্ডারের ইতিহাস গড়া। ব্লগের সব আগুন আগুন কমেন্ট। বিনোদন সম্রাট জাকারিয়া স্যার ( তাহার ব্যপারে আগেই জানতাম) বিখ্যাত এ-টিম সংক্রান্ত খোজখবর.. তারপর খোজ পাইলাম হামা ভাইয়ের বিখ্যাত কমেন্ট পোস্ট গুলা অফটপিক টপিক অফ এই পোস্টের ১৫ নং কমেন্ট দেইখা হা হা চে থে প গে তারপর আসলো ব্লগীয় অভিধান কাটাছিঁড়া: 'ছাগু' ও 'কেপি টেস্ট' খালি পড়তাসি আর খালি পড়তাসি আর খালি পড়তাসি আর খালি পড়তাসি আর........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.